স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
ওভাল টেস্টে নাটকীয় জয়ের মাধ্যমে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ ব্যবধানে ড্র করেছে ভারত। সিরিজ জিততে না পারলেও তরুণদের নিয়ে গড়া এই ভারতীয় দলের পারফরম্যান্সে দারুণ খুশি দলের অভিজ্ঞ ক্রিকেটার লোকেশ রাহুল। তার মতে, এই ড্রও ভারতের জন্য একপ্রকার ‘জয়ের সমান’।
সিরিজের পাঁচটি ম্যাচের চারটিতেই ফল এসেছে, একটি মাত্র ম্যাচ হয়েছে ড্র। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াই। সিরিজে শুভমান গিলের নেতৃত্বে প্রথমবার টেস্ট খেলেছে একঝাঁক তরুণ, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অভিজ্ঞদের ছাড়াই।
ম্যাচ শেষে রাহুল বলেন, “এই সিরিজে আমাদের কোনো সুযোগ দেওয়া হয়নি। কিন্তু যেভাবে আমরা লড়েছি, তা আমাদের ভবিষ্যতের জন্য বড় এক অর্জন। এটা শুধু একটা ড্র নয়, এই ফল ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য বড় বার্তা।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, ভারতের বিশ্বকাপ জয়ের সাক্ষী থেকেছি। বিশ্বকাপ জয়ের সঙ্গে কিছুই তুলনীয় নয়, কিন্তু এই সিরিজ প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেট এখনও বেঁচে আছে, এবং ভারতীয় দলও লড়াই করতে জানে।”
রাহুল জানান, ২৫ দিনের দীর্ঘ এই সিরিজে প্রতিদিন নিজেদের নিংড়ে দিয়েছেন তারা। “আমাদের শরীর, মন, আবেগ, সব দিয়েছি। এই সিরিজ আমাদের নিংড়ে নিয়েছে। তবুও আজ আমরা গর্বিত, কারণ আমরা প্রমাণ করেছি, তরুণ দল হয়েও বিদেশের মাটিতে ম্যাচ জিততে পারি,” বলেন তিনি।