images

স্পোর্টস / ক্রিকেট

ওভালে ভারত-ইংল্যান্ডের শেষ লড়াইয়ে বৃষ্টির চোখ রাঙানি

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট ২০২৫, ০৩:২৭ পিএম

রোদ-বৃষ্টির চোখ রাঙানিতে জমে উঠেছে ইংল্যান্ড-ভারতের পাঁচ টেস্টের সিরিজের শেষ ম্যাচ। ওভাল টেস্টের চতুর্থ দিনে খেলা শেষ হয় স্বল্প আলো আর বৃষ্টির কারণে। ফলে নাটকীয়ভাবে গড়িয়েছে পঞ্চম ও শেষ দিনে। এখন প্রশ্ন- শেষ দিনে আবহাওয়া কী সহায় হবে?

বলা হচ্ছে, সোমবার লন্ডনের আকাশ মেঘলা থাকবে, হালকা বাতাস থাকবে, আর দুপুরের দিকে ঝড়ো বৃষ্টির আশঙ্কা আছে। তবে খেলার ফলাফল বের হওয়া থামিয়ে রাখবে এমন কিছু নয়।

শেষ দিনের বিকাল ২টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টা) বৃষ্টির সম্ভাবনা থাকলেও, যদি স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টা) খেলা শুরু হয়, তাহলে খুব সম্ভবত টেস্টের ভাগ্য দুপুরের আগেই মিটে যাবে।

দুই দলই জয়ের খুব কাছাকাছি। ইংল্যান্ড জিততে হলে করতে হবে মাত্র ৩৫ রান। ওদিকে ভারতের চাই আরও ৪টি উইকেট, যার মধ্যে একজন হলেন ক্রিস ওকস যিনি কাঁধের চোট নিয়েও এক হাতে ব্যাট করতে নামার জন্য প্রস্তুত।

এই টেস্টের প্রতিটি দিনই কিছু না কিছু আবহাওয়ার প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত চার দিনে তিন দিনই বৃষ্টি দেখা দিয়েছে। চতুর্থ দিনের শেষ সেশনের প্রায় ৩০ মিনিট খেলা বাকি থাকতেই খারাপ আলোয় খেলা বন্ধ হয়ে যায়। স্থানীয় সময় বিকাল ৫.৩০টার সময় বন্ধ হয় খেলা। পরে শুরু হয় বৃষ্টি, আর দিনের খেলার সমাপ্তি টানা হয় ৬টা ১ মিনিটে।

সব মিলিয়ে, আবহাওয়ার চোখ রাঙানি থাকলেও, ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এখন একটা হাড্ডাহাড্ডি শেষ দিনের লড়াই- যেখানে সিরিজ সমতায় শেষ হবে নাকি ইংল্যান্ড ট্রফি হাতে পাবে, সেটাই দেখার অপেক্ষা।