images

স্পোর্টস / ক্রিকেট

দলকে জেতাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ‘রিটায়ার্ড আউট’

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

ক্রিকেটে ব্যাটসম্যান আউট হওয়ার প্রচলিত দশটি পদ্ধতি রয়েছে। যার মধ্যে বোল্ড, ক্যাচ আউট, রান আউটের মতো ঘটনাগুলো প্রায় নিয়মিতই দেখা যায়। তবে ‘রিটায়ার্ড আউট’ একটি ব্যতিক্রমধর্মী ঘটনা, যা সাধারণত খুব কমই ঘটে। বিশেষ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি প্রায় নজিরবিহীন।

তবে সেই ধারা ভেঙে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রস্টন চেজ। তিনিই হলেন প্রথম টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 'রিটায়ার্ড আউট' হয়েছেন।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে। ম্যাচটিতে ক্যারিবীয়দের ইনিংসের ১৩তম ওভারে আলিক আথানাজে আউট হলে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন রস্টন চেজ। তখন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৮০ রান, হাতে ৭ ওভার। চেজ খুব একটা ছন্দে ছিলেন না এবং প্রয়োজনীয় রানের গতির সঙ্গে তাল মেলাতে পারছিলেন না।

এরপর ইনিংসের ১৬তম ওভারে, পাকিস্তানি স্পিনার সাইম আইয়ুবের একটি ডেলিভারি খেলার পর নিজ থেকেই মাঠ ছাড়েন চেজ। অর্থাৎ, তিনি ‘রিটায়ার্ড আউট’ হন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী যা হলো ইচ্ছাকৃতভাবে ইনিংস ত্যাগ করা, এবং এটি আরেকটি আউট হিসেবেই বিবেচিত হয়।

তখনও জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৪১ রান। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হেরে সিরিজও ২-১ ব্যবধানে পাকিস্তানের করে দেয় তারা।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে শুধুমাত্র একবারই পূর্ণ সদস্য দেশের অংশগ্রহণে রিটায়ার্ড আউটের ঘটনা ঘটেছিল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ওপেনার নিকোলাাস ড্যাভিন রিটায়ার্ড আউট হয়েছিলেন। তবে ড্যাভিন ছিলেন সহযোগী দেশের খেলোয়াড়। এছাড়া বাকি ১০টি ঘটনা ঘটেছে কেবল সহযোগী দেশগুলোর মধ্যকার ম্যাচে।

উল্লেখ্য, রোস্টন চেজ এর আগেও একবার রিটায়ার্ড আউট হয়েছিলেন। ২০২৫ সালের শুরুতে আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার সময় এমআই এমিরেটসের বিপক্ষে তিনি ১৩ বলে ২০ রান করে একইভাবে মাঠ ছেড়েছিলেন।