images

স্পোর্টস / ক্রিকেট

টেস্টের ১৪১ বছরের ইতিহাসে ভারত-ইংল্যান্ড সিরিজে যা রেকর্ড হল

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে চলেছে অসংখ্য রেকর্ডের ভাঙা গড়ার খেলা। টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও একটি সিরিজে দুই দলের সম্মিলিত ৯ জন ব্যাটার করেছেন ৪০০ রানেরও বেশি। 

এই নজিরবিহীন কীর্তি ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভারতের হয়ে এই অসাধারণ তালিকায় জায়গা করে নিয়েছেন শুভমান গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল। 

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ৪০০ বেশি রানের গণ্ডি পেরিয়েছেন বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। এর আগে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৮ জন ব্যাটার এক সিরিজে ৪০০ বা তার বেশি রান করেছিলেন মাত্র দুইবার। 

প্রথমটি হয়েছিল ১৯৭৫-৭৬ সালের ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজে, এবং দ্বিতীয়বার ১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজে। কিন্তু ২০২৫ সালে এই ভারত-ইংল্যান্ড সিরিজে সেই রেকর্ডও ভেঙে এক নতুন ইতিহাস রচনা হলো।

সিরিজের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ব্যাট হাতে অসাধারণ ফর্মে থাকা গিল ১০ ইনিংসে করেন ৭৫৪ রান, যার মধ্যে ছিল চারটি শতরান। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২৬৯। 

এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভেঙে দেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার গ্রাহাম গুচের ১৯৯০ সালে ভারতের বিপক্ষে করা ৭৫২ রানের রেকর্ড।