স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ০৭:০৫ পিএম
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন জো রুট। ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের রান তাড়ার চতুর্থ দিনে এই ইংলিশ তারকা ছুঁলেন এক অনন্য মাইলফলক। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ছয় হাজার রান করেছেন তিনি!
নিজেদের রান তাড়ায় ইংল্যান্ড যখন চাপে, তখন ব্যাট হাতে ভরসা হয়ে দাঁড়ান রুট। এই ইনিংসেই তিনি পেরিয়ে যান ছয় হাজার রানের মাইলফলক। আর তাতেই তিনি উঠে যান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে।
রুট এখন পর্যন্ত খেলেছেন ৬৯টি টেস্ট। সবগুলোই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারটি সংস্করণেই। আর এই ৬৯ ম্যাচেই করেছেন ৬০০০ রান!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকরা:
জো রুট – ৬৯ ম্যাচ – ৬০০০ রান*
স্টিভ স্মিথ – ৫৫ ম্যাচ – ৪২৭৮ রান
মার্নাস ল্যাবুশেন – ৫৩ ম্যাচ – ৪২২৫ রান
বেন স্টোকস – ৫৭ ম্যাচ – ৩৬১৬ রান
ট্র্যাভিস হেড – ৫২ ম্যাচ – ৩৩০০ রান
রুটের ব্যাটিং গড় ৫২-এর বেশি। তাঁর আছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজে একের পর এক রেকর্ড ভাঙছেন এই অভিজ্ঞ ব্যাটার। ম্যানচেস্টার টেস্টেই রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে পেছনে ফেলে তিনি উঠে আসেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে।
ফিল্ডার হিসেবেও আলো ছড়াচ্ছেন রুট। চলমান সিরিজেই তিনি ছুঁয়েছেন আরেক কীর্তি, আউটফিল্ডে সবচেয়ে বেশি ক্যাচ ধরা ক্রিকেটার এখন তিনি।রুটের এই দুর্দান্ত ফর্ম ইংল্যান্ডের জন্য বড় আশার জায়গা। সিরিজের শেষ টেস্টে ভারতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করছে ইংলিশরা। পাঁচ ম্যাচের এই সিরিজে ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে। হেডিংলি ও লর্ডসে পাওয়া জয়ে উজ্জীবিত স্বাগতিকরা শেষ ম্যাচেও ভরসা রাখছে রুটের ব্যাটেই।