images

স্পোর্টস / ফুটবল

রিয়ালের আবেদন প্রত্যাখ্যান করল স্পেনের ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে লা লিগার প্রথম ম্যাচ পেছাতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে মাঠে নামার কথা রিয়ালের। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় রাত ৯টায়, সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে।

রিয়ালের দাবি ছিল, ৯ জুলাই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে তাদের শেষ ম্যাচ খেলেছে দলটি। এরপর ১১ জুলাই থেকে খেলোয়াড়রা বিশ্রামে গেলেও, ১৯ আগস্টই ম্যাচ ধরায় তারা ন্যূনতম বিশ্রাম ও প্রস্তুতির সময় পাচ্ছে না, এটি পেশাদার ফুটবলের যৌথ চুক্তির লঙ্ঘন।

তবে বৃহস্পতিবার ফেডারেশনের দেওয়া রায়ে বিচারক হোসে আলবের্তো পেলায়েজ জানিয়েছেন, রিয়ালের এই দাবি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “রিয়ালের বিশ্রামের সময় গণনা শুরু হয়েছে ১১ জুলাই থেকে। সেখান থেকে ২১ দিনের নিরবচ্ছিন্ন বিশ্রাম তারা পাচ্ছে, যা চুক্তি অনুযায়ী যথেষ্ট।”

রিয়াল ও স্প্যানিশ ফুটবলারদের সংগঠন যুক্তি দিয়েছিল, ২১ দিনের বিশ্রামের পাশাপাশি আরও ২১ দিন শারীরিক ও ট্যাকটিক্যাল প্রস্তুতির সময় লাগবে। কিন্তু বিচারক বলছেন, নিয়মে এর কোনো উল্লেখ নেই।

ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য এখনো ৪৮ ঘণ্টা সময় আছে রিয়ালের হাতে। অন্যদিকে, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাদের মৌসুম শুরু করবে ১৬ আগস্ট, মায়োর্কার মাঠে। আর আতলেতিকো মাদ্রিদ ১৭ আগস্ট এস্পানিওলের বিপক্ষে খেলবে অ্যাওয়ে ম্যাচ।