images

স্পোর্টস / ক্রিকেট

জিম্বাবুয়েকে উড়িয়ে শিরোপার দৌড়ে টিকে রইল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছিল লাল-সবুজের দল। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেই হারিয়েছিল যুবারা। পরের ম্যাচ দিয়েই অবশ্য ঘুরে দাঁড়াল টাইগাররা। 

হারারেতে শুক্রবার (১ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ৮৯ রানেই। বাংলাদেশের হয়ে আজ আগুন ঝরানো বোলিং করেছেন ইকবাল হোসেইন ইমন। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। 

এছাড়া সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। এরপর শেষ পর্যন্ত অল আউট ৮৯ রানে।

এদিকে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও হারিয়েছে দুই উইকেট। দলীয় ৫ রানেই ওপেনার রিফাত বেগকে হারায় বাংলাদেশ। এরপর দলীয় ৩৯ রানে আউট হন কালাম সিদ্দীকি। তবে আরেক ওপেনার আজিজুল হাকিমের ৪৭ রানের ইনিংসের সুবাদে ১৫.১ ওভারেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।

এদিকে এ জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল বাংলাদেশ। ৪ ম্যাচে ৩ জয়ে টেবিলে প্রোটিয়াদের সমান ৬ পয়েন্ট যুবাদের। ত্রিদেশীয় সিরিজে আরও দুটি ম্যাচ আছে লাল সবুজদের। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা আর ৮ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবারা।