images

স্পোর্টস / ক্রিকেট

ওভাল টেস্টের মাঝপথেই বড় দুঃসংবাদ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম

ইংল্যান্ড দলে নতুন করে চোটের হানা। পঞ্চম টেস্টের প্রথম দিন কাঁধে মারাত্মক চোট পেয়ে বাকি ম্যাচ থেকেই ছিটকে গেছেন অলরাউন্ডার ক্রিস ওকস।

বৃহস্পতিবার ওভালে মাঠে ফিল্ডিং করতে গিয়ে ডাইভ দেন ওকস। বল ঠেকালেও উঠে দাঁড়ানোর পরই দেখা যায়, বাঁ কাঁধ ধরে ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন তিনি। চোটের পর দ্রুত মাঠে ছুটে যান ইংল্যান্ড দলের ফিজিও বেন ডেভিস। ওকস নিজের জাম্পার দিয়েই বানিয়ে নেন এক প্রকার ‘স্লিং’, যেটা থেকেই পরিষ্কার তার কাঁধের চোট মোটেও হালকা নয়।

দিন শেষে পেসার গাস অ্যাটকিনসন বলেন, “ঠিক কতটা গুরুতর আমি জানি না। কিন্তু দেখে ভালো মনে হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক, সিরিজের শেষ ম্যাচ, এমন সময়ে কেউ ইনজুরিতে পড়লে খারাপ তো লাগেই। আশা করছি খুব বাজে কিছু না, আর যাই হোক, আমরা সবাই ওর পাশে থাকব।”

এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওভার বল করেছেন ক্রিস ওকস, মোট ১৮১ ওভার! তবে ওভালের প্রথম দিন মাত্র ১৪ ওভার বল করতে পেরেছেন তিনি, নিয়েছেন এক উইকেট, খরচ করেছেন ৪৬ রান।

তাঁর অনুপস্থিতিতে তরুণ পেস আক্রমণকে বিশাল চাপ সামলাতে হবে। বিশেষ করে যখন একমাত্র স্পিন অপশন হিসেবে রয়েছেন কেবল জ্যাকব বেথেল। অভিজ্ঞতা আর ভারসাম্য- দুটোরই ঘাটতি স্পষ্ট হয়ে পড়বে ওকস না থাকলে।

৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার নিজ শহর বার্মিংহামের সন্তান। এমন সময় তার ইনজুরি শুধু এই টেস্ট নয়, হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারকেও কঠিন প্রশ্নের মুখে ফেলছে।