images

স্পোর্টস / ক্রিকেট

ক্যারিবীয়দের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে লিড পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম

সাইম আয়ুবের ব্যাটিং আর মোহাম্মদ নওয়াজের জাদুকরী এক ওভারে বদলে গেল ম্যাচের মোড়। ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রাওয়ার্ড স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪৭ রান। অভিষিক্ত জুয়েল অ্যান্ড্রু আর জনসন চার্লসের জুটিতে রান আসছিল সাবলীল গতিতে। এই দুই ওপেনার মিলে গড়েন ৭২ রানের জুটি, সপ্তম ওভারে পূর্ণ করেন ফিফটি পার্টনারশিপও। দেখে-শুনে খেললেও মারমুখী ভঙ্গিতেও ছিলেন দুজন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ১২তম ওভারে এল মোড়।

ওই ওভারেই একাই তিন উইকেট তুলে নিয়ে পুরো খেলার দৃশ্যপট পাল্টে দেন মোহাম্মদ নওয়াজ। ওই ওভারেই ৭২/০ থেকে ৭৫/৩ হয়ে যায় স্বাগতিকদের স্কোর। জুয়েল ৩৫ রান করে ফিরতেই ধস নামে। একই স্কোরে আউট হন চার্লসও। গুদাকেশ মোতিও ফিরেন প্রথম বলেই।

পরের ওভারেই বাজিমাত করেন সাইম আয়ুব। বল হাতে নেমে প্রথম বলেই তুলে নেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপকে (২)। ১৩তম ওভারে ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। চাপ বাড়িয়ে দেন সাইম, এবার ফিরিয়ে দেন শার্ফেইন রাদারফোর্ডকে (১১)। এরপর ১৬তম ওভারে মাঠে নামেন শাহীন শাহ আফ্রিদি। বল হাতে নেমেই তুলে নেন রস্টন চেজকে (৫)। ক্যারিবিয়ানদের তখন স্কোর ১১০/৬।

এরপর সুফিয়ান মুকিমের নিখুঁত ইয়র্কারে বোল্ড হন রোমারিও শেফার্ড (১২)। যদিও শেষদিকে জেসন হোল্ডারের ১২ বলে ৩০ রানের ঝড়ে কিছুটা উত্তেজনা ফিরে আসে। সঙ্গে ২১ রান করেন শামার জোসেফ। কিন্তু রানরেট ছিল খুব বেশি- শেষপর্যন্ত ৭ উইকেটে ১৬৪ রানেই থেমে যায় উইন্ডিজ। ৬ ম্যাচ পরও টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল না তারা, সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ৫-০ ব্যবধানে।

পাকিস্তানের হয়ে নওয়াজ ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। সাইম ২ উইকেট নেন ১৫ রান দিয়ে। আফ্রিদি আর মুকিমের নামের পাশে ১টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা করেছিল ধীরগতির। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান আর সাইম আয়ুব যোগ করেন ২৬ রান। ফারহান ১২ বলে ১৪ করে ফিরলে চাপ সামলান সাইম।

সাইমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন ফখর জামান। ১০ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ৭০/১। সাইম তুলে নেন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। ৩৮ বলে ৫৭ রান করেন সাইম, মারেন ৫টি চার ও ২টি ছক্কা। জেসন হোল্ডারের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান। তার বিদায়ের এক বল পর ফখরও (২৪ বলে ২৮) আউট হন শামার জোসেফের বলে।

এরপর হাল ধরেন হাসান নওয়াজ, মারেন একটি চার আর দুটি ছক্কা। ১৮ বলে ২৪ রান করে তিনিও ফেরেন। মোহাম্মদ নওয়াজ ৮ রান করে আউট হন রোমারিও শেফার্ডের বলে। শেষদিকে দ্রুত কিছু রান যোগ করেন ফাহিম আশরাফ (১৫) ও অধিনায়ক সালমান আলি আগা (১১*)। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে চমৎকার ফিনিশিং দেন উইকেটকিপার মোহাম্মদ হারিস। পাকিস্তান শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান। রোমাঞ্চ জাগানো প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ রোববার।