স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম
ইংল্যান্ড-ভারত টেস্ট চলাকালীন ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তান দলের জার্সি পরে গিয়েছিলেন এক দর্শক। তবে তার সেই পোশাকই বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। নিরাপত্তাকর্মীর অনুরোধে জার্সি না ঢাকায় তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে তৈরি হয় বিতর্ক, শেষমেশ ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব।
ঘটনার মূল চরিত্র ফারুক নজর নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়- একজন নিরাপত্তাকর্মী তাকে পাকিস্তানের সবুজ জার্সি ঢেকে রাখতে বলছেন। নজর জার্সি ঢাকার অনুরোধ মানেননি। এরপর পুলিশ এসে তাকে মাঠ থেকে বের করে দেয়।
ল্যাঙ্কাশায়ার পরে জানায়, নজরকে শুধু জার্সির জন্য নয়, মাঠের কর্মীদের সঙ্গে ‘অগ্রহণযোগ্য আচরণ’-এর কারণে বের করে দেওয়া হয়। ক্লাব এক বিবৃতিতে বলেছে, "যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। কাউকে কষ্ট বা অস্বস্তিতে ফেলাটা আমাদের উদ্দেশ্য ছিল না। ভবিষ্যতে এমন ঘটনার মোকাবিলায় আমাদের ব্যবস্থাপনা পদ্ধতি আমরা পুনর্বিবেচনা করব।"
ঘটনার পেছনে ছিল আরও একটি প্রেক্ষাপট। ম্যাচের আগের দিন শনিবার, মাঠে পাকিস্তানের পতাকা দেখিয়ে উল্লাস করেছিলেন কিছু সমর্থক, যা থেকে শুরু হয় ভারত ও পাকিস্তান সমর্থকদের মধ্যে উত্তেজনা। ল্যাঙ্কাশায়ার জানায়, সেই ঘটনার অভিজ্ঞতার আলোকে তারা রবিবার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে।
বিবৃতিতে ক্লাব জানায়, "আমরা স্পষ্ট করতে চাই- শুধু পাকিস্তানের জার্সি পরার কারণে কাউকে মাঠ থেকে বের করে দেওয়া হয়নি। শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একজন স্ট্যান্ড সুপারভাইজারকে পাঠাই, যিনি ভদ্রভাবে নজরকে অনুরোধ করেন জার্সিটি ঢেকে রাখতে। এতে মূলত নজরকে নিরাপদ রাখার চেষ্টা ছিল।তবে একাধিকবার অনুরোধ সত্ত্বেও তিনি জার্সি ঢাকেননি। এরপর নিরাপত্তা দল সিদ্ধান্ত নেয় তাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার।"