স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
আগামী বছরের ১১ জুন থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে কূটনৈতিক উত্তেজনার কারণে বড় ধাক্কা খেতে পারে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ব্রাজিল।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের ফলে ব্রাজিলীয় সমর্থকদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান ও সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয় নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন। এমনটি হলে বিশ্বকাপ চলাকালীনও তা কার্যকর থাকতে পারে।
ইতোমধ্যে ওয়াশিংটন সফরে যাওয়া ব্রাজিলীয় কয়েকজন সিনেটরকে সীমিত মেয়াদের ভিসা দেওয়া হয়েছে, যা এই জটিলতার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া ও অ্যালিসনের মতো তারকাদের খেলা হয়তো ব্রাজিলীয় সমর্থকদের টিভি স্ক্রিনেই দেখতে হবে।
২০১৯ সালের কোপা আমেরিকার পর আর কোনো বড় শিরোপা না জিতলেও এবার তারকাসমৃদ্ধ দল নিয়ে শিরোপার আশায় বুক বেঁধেছে ব্রাজিল। তাই মাঠে গিয়ে দলকে সমর্থন জানাতে না পারলে তা হবে সমর্থকদের জন্য বড় হতাশা।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এতে দুই দেশের সম্পর্কে আরও শীতলতা এসেছে বলে মত কূটনৈতিক মহলের।
এখনো পর্যন্ত ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে ফুটবল অঙ্গনে।