images

স্পোর্টস / ফুটবল

ম্যাচসেরা পুরস্কার ৪০ ব্যাগ ওটস, ১০০ ডিম ও ২০ লিটার দুধ

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ০৩:৪৩ পিএম

নিশ্চিতভাবেই ফুটবল ম্যাচের 'ম্যান অব দ্য ম্যাচ' পুরস্কার বলতে আমরা সাধারণত একটি চকচকে ট্রফি বা স্মারক কল্পনা করি। যেটি শেষমেশ বইয়ের তাকেই স্থান পায় ধুলো জমার জন্য। কিন্তু নরওয়েতে বিষয়টা একটু আলাদা। সেখানে এই পুরস্কার শুধু চোখের আরাম নয়, বরং পেটের আরামও নিশ্চিত করে।

সম্প্রতি নরওয়ের এক প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে ভিকিং এফসির কাছে ১-৩ গোলে হেরেছে ব্রাইনে এফসি। কিন্তু হার-জিতের বাইরেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাইনের ২১ বছর বয়সী লেফট-ব্যাক লাসে কভিগস্তাদ।

ম্যাচে দলের একমাত্র গোলটি করেন তিনিই। তাতেই হয়ে যান দলের ম্যান অব দ্য ম্যাচ। আর পুরস্কার? কোনো ঝকঝকে ট্রফি নয়, নয় কোনো স্পনসরের হ্যামপার। পুরস্কারস্বরূপ তিনি পেয়েছেন ৪০ ব্যাগ ওটস, ১০০টি ডিম আর ২০ লিটার দুধ!

এই খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগে শুরু হয় হাসির ঝড়। এক ফ্যান লিখেছেন, 'নরওয়ের জিনিসপত্রের দামের কথা মাথায় রাখলে, আমি তো সপ্তাহে তিনদিন খেলতাম!' আরেকজন যোগ করেন,'প্লাস্টিকের একটা ট্রফি দিয়ে কী করব? এই পুরস্কার অন্তত রান্নাঘরে কাজে আসবে!' একজন তো বলেই ফেললেন, 'এটা তো সোজাসুজি হোম বিল সাপোর্ট। ক্লাবের দারুণ উদ্যোগ!' 

সবচেয়ে মজার মন্তব্যটা ছিল, 'স্পনসর লোগাওয়ালা প্লাস্টিকের কোনো টিউব নয়, বরং এইটুকুই শ্রেষ্ঠ উপহার!'

গত সপ্তাহান্তে ম্যাচ সেরা হওয়া লাসে কভিগস্টাড পেয়েছেন ৪০ কেজি ময়দা, ১০০টি ডিম, আর ২০ লিটার দুধ!

কিন্তু এখানেই শেষ নয়। ব্রিনে নামক ক্লাবটি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বেশ সৃজনশীল। মাসখানেক আগে সানেল বোজাডজিচ পেয়েছিলেন সোজা ৫০০ কেজি গাজর!

নরওয়েজীয়দের এই খাদ্যভিত্তিক পুরস্কার বেশ ব্যতিক্রমী হলেও, সবাই কিন্তু তাতে খুশি নয়। কেউ কেউ যেমন ১০ লিটার দুধ পেয়ে বেশ বিভ্রান্ত, 'এসব খাবে কে?' প্রশ্নটা উঠছেই।