images

স্পোর্টস / ফুটবল

বিশেষ অঙ্গে কুকুরের কামড়, হাসপাতালে মেসির সাবেক সতীর্থ

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

সাবেক বার্সেলোনা ফুটবলার কার্লেস পেরেজ কুকুরের আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গ্রিসের থেসালোনিকি শহরে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর বরাতে জানা গেছে, পেরেজ নিজের কুকুর নিয়ে হাঁটতে বের হলে হঠাৎ আরেকটি কুকুর তার কুকুরের ওপর আক্রমণ করে। ওই কুকুরকে থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হন পেরেজ। কুকুরটি তার সংবেদনশীল স্থানে কামড় দেয়, যার ফলে গুরুতর জখম হন তিনি।

বর্তমানে তিনি সেল্তা ভিগো থেকে ধারে গ্রিসের ক্লাব আরিস লিমাসোলে খেলছেন। মাত্র তিন সপ্তাহ আগেই এই ক্লাবে যোগ দেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারির প্রয়োজন নেই, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রথম দিকে অবস্থা আশঙ্কাজনক মনে হলেও এখন তিনি স্থিতিশীল এবং ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

কার্লেস পেরেজ ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনায় ছিলেন। মূল দলের হয়ে খেলেছেন ১৩টি ম্যাচ, যেখানে দুটি গোল করেছেন—একটি চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে, আরেকটি লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে। এরপর তিনি খেলেছেন রোমা ও সেল্তার হয়ে।