images

স্পোর্টস / ফুটবল

ক্ষুব্ধ হয়ে মেসি বললেন– আমাকে খেলতে দেয়নি তারা

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম

এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে লিগ কাপ দিয়ে মাঠে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। অ্যাটলাসের বিপক্ষে ম্যাচে গোল না পেলেও, তার অ্যাসিস্টেই এসেছে জয়সূচক গোল। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি, আর লিগ কাপের মঞ্চে দুর্দান্ত সূচনা হলো ক্লাবটির।

অলস্টার গেমে না খেলার কারণে মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। সে কারণে খেলতে পারেননি এফসি সিনসিনাতির বিপক্ষে। তবে ফিরে এসেই নিজের প্রভাব রেখেছেন চেনা স্টাইলে।

ম্যাচ শেষে মেসি জানান, বিরতির পর মাঠে ফেরায় ছন্দ পেতে কিছুটা ভুগতে হয়েছে তাকে। পাশাপাশি গরমও প্রভাব ফেলেছে তার পারফরম্যান্সে। 

তিনি বলেন,"আগের দিন না খেলার কারণে সমস্যা হচ্ছিলো, তবে বেশি সমস্যা হয়েছে গরমের কারণে। যদিও অন্যদের জন্য ভালো লাগছিলো, আমার জন্য সেটা কষ্টকর ছিল, কারণ আমাকে প্রতিযোগিতা করতে হয়।"

মেসি আরও যোগ করেন, "আগের ম্যাচে তারা আমাকে মাঠে নামতে দেয়নি। আমি সেটা বুঝতে পেরেছি প্রথমার্ধেই। তবুও আমরা গুরুত্বপূর্ণ একটি জয় তুলে নিয়েছি।"

এই ম্যাচ দিয়েই ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হয়েছে আরেক আর্জেন্টাইন বিশ্বজয়ী রদ্রিগো ডে পলের। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারে পা রেখেছেন এই মিডফিল্ডার।

ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে মার্সেলো ওয়েইগ্যান্ডের করা জয়সূচক গোলে মেসির অ্যাসিস্টই ছিল মূল ভূমিকা। যদিও প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল হয়েছিল, তবে পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।