স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল পার করছেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর সময়। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে নামার আগে একাধিক রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।
গিল যদি মাত্র ১১ রান করতে পারেন, তাহলে টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেবেন। এই রেকর্ডটি এখনো সুনীল গাভাস্কারের দখলে, যিনি ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩২ রান করেছিলেন।
তবে শুধু ভারতের না, শুভমান গিল সামনে দাঁড়িয়ে আছেন টেস্ট ইতিহাসের এক বিরল কীর্তিরও। ডন ব্র্যাডম্যান ১৯৩৬-৩৭ অ্যাশেজ সিরিজে অধিনায়ক হিসেবে করেছিলেন ৮১০ রান, যা এখনো টেস্ট সিরিজে কোনো অধিনায়কের সর্বোচ্চ রান। গিলের সংগ্রহ এখন ৭২২ রান। অর্থাৎ, আরও ৮৯ রান করলেই ভেঙে যাবে প্রায় ৯০ বছরের পুরনো এই রেকর্ড।
এছাড়াও, আরও একটি রেকর্ড গিলের নাগালের মধ্যে। ১৯৭১ সালে অভিষেক সিরিজে গাভাস্কার করেছিলেন ৭৭৪ রান, যা দ্বিপক্ষীয় কোনো সিরিজে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান। গিলের লাগবে আর মাত্র ৫৩ রান।
এই সিরিজে এখন পর্যন্ত গিল খেলেছেন ৮ ইনিংসে, করেছেন ৭২২ রান। তার ব্যাটিং গড় ৯০.২৫, রয়েছে ৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ছিল ২৬৯ রান। সর্বশেষ চতুর্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের প্রত্যাবর্তনের নায়ক হয়েছিলেন তিনি।
এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। শেষ টেস্টটি ওভালে অনুষ্ঠিত হবে। ম্যাচটি জিততে পারলে ২০০৭ সালের পর আবারও ইংল্যান্ডে সিরিজ ড্র করার সুযোগ পাবে ভারত। আর এই ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শুভমান গিল শুধু নিজের ক্যারিয়ারে নয়, ভারতীয় ক্রিকেট ইতিহাসেও স্মরণীয় হয়ে উঠতে পারেন।