স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম
ওভালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চূড়ান্ত ও নির্ধারণী লড়াই। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া, ফলে সিরিজ ড্র করতে জয়ের বিকল্প নেই গিলদের সামনে। অন্যদিকে, ড্র করলেও প্রথমবারের মতো চালু হওয়া টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি নিজেদের ঘরেই রাখবে স্বাগতিক ইংল্যান্ড।
ম্যানচেস্টার টেস্টে ভারতের বোলিং আক্রমণ ছিল নখদন্তহীন। অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ১০০’র বেশি রান দেন। ২ উইকেট নিতে খরচ করেন ১১২ রান। তার এমন পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। অনেকেই তাকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরামর্শ দিয়েছেন। যদিও অবসর এখনই নয়, তবে ওভাল টেস্টে দেখা যাবে না এই পেসারকে, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বুমরাহর অনুপস্থিতিতে একাদশে জায়গা পেতে পারেন ডানহাতি পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। ম্যানচেস্টারে অভিষেক হলেও নজরকাড়া পারফরম্যান্স করতে ব্যর্থ হন আনসুল কাম্বোজ। তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ পেসার আকাশ দীপ। পাশাপাশি, অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় দলে আসতে পারেন লেফট আর্ম চায়নাম্যান কুলদীপ যাদব।
ইনজুরির কারণে সিরিজের আগেই ছিটকে যান উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। তার জায়গায় এই ম্যাচে একাদশে থাকছেন ধ্রুব জুরেল। ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন নেই, ওপেনিংয়ে থাকবেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। তিনে সাই সুদর্শন, এরপর শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজার ওপরই থাকবে মিডল অর্ডারের দায়িত্ব।
শেষ টেস্ট শুরুর আগের দিন গিল বললেন, শেষের প্রাপ্তিটুকু মিললেই তৃপ্তি নিয়ে ফিরবেন তারা। 'খুবই উল্লেখযোগ্য হবে (সিরিজ ড্রয়ের অর্জন)। যে ধরনের ক্রিকেট আমরা খেলেছি, কখনও কখনও কোনো সিরিজের স্কোরকার্ড, এই সিরিজে আমাদের অবস্থান যেমন, এসবে সবকিছু ফুটে ওঠে না। প্রতিটি ম্যাচেই চার দিন শেষেও বোঝা কঠিন ছিল কোন দল জিততে চলেছে।'
'তুলনামূলক তরুণ দল নিয়ে ভারতের বাইরে এসে চার টেস্ট ধরে আমরা এটা করতে পেরেছি। এখন শেষ পর্যন্ত সিরিজ সমতায় শেষ করতে পারলে আমাদের জন্য তা হবে বড় অর্জন।'
ইংল্যান্ড আগেভাগেই তাদের একাদশ ঘোষণা করেছে। কাঁধের ইনজুরির কারণে সিরিজের শেষ ম্যাচে খেলছেন না অধিনায়ক বেন স্টোকস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। এছাড়াও, আরও তিনটি পরিবর্তন এনেছে ইংলিশরা। একাদশে জায়গা পেয়েছেন গাস আটকিন্সন, জেমি ওভারটন ও জস টাং। চার পেসার নিয়ে ওভালের ফাইনাল লড়াইয়ে মাঠে নামছে স্বাগতিকরা।