images

স্পোর্টস / ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে জিডি তুলে নিলেন তার বন্ধু

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের সাধারণ ডায়েরি (জিডি) তুলে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ।

গত ২৮ জুলাই মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে জিডি করেছিলেন সৌরভ। তিনি দাবি করেছিলেন, সোনি সিনেমা হলের সামনে তাসকিন তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন এবং হুমকি দেন। বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ।

তবে পরে তাসকিন এক ফেসবুক পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর সৌরভ জানান, বন্ধুর ক্যারিয়ার ও পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

অবশেষে দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। সৌরভ মিরপুর মডেল থানায় গিয়ে দায়ের করা জিডি প্রত্যাহার করে নিয়েছেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া বন্ধু সিফাতুর রহমান সৌরভ বলেন, ‘মুচলেকা করানো হয়েছে। এরপর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। আসলে এখন মিউচুয়াল হয়ে গেছে তো। দুই পরিবার মিলে হয়েছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলি নাই, অভিযোগও তুলে নেই নাই। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ যেদিন করা হয় তার পরে তাসকিনের সাথে কথা হয় পরিবারের সাথে। তাসকিনের বাবার সাথে, আমার সম্পর্কে নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।’

তাসকিনকে নিয়ে সৌরভ বলেন, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাবো অবশ্যই প্লেয়ার হিসেবে তাসকিন আহমেদকে আমি চিনি এখন। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’

এ নিয়ে তাসকিন বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও, দুই বন্ধু মীমাংসায় পৌঁছানোয় বিষয়টি এখন শান্ত পর্যায়ে রয়েছে।