স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম
বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই, তবুও যেন কোনো ক্লান্তি নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। দুই দশকের পেশাদার ফুটবল জীবনের পরও তার মধ্যে রয়েছে একই রকম ছন্দ, গতি আর সাফল্যের ক্ষুধা।
গ্রীষ্মকালীন প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে রাতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে মাঠে নামে সৌদি ক্লাব আল নাসের। ম্যাচটি প্রীতি হলেও রোনালদো খেলেছেন পুরোপুরি সিরিয়াস মনোভাব নিয়ে।
৩৩ মিনিটে ডান দিক থেকে আসা একটি নিখুঁত ক্রস ধরে ওয়ান টাচে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোল যেন তার গৌরবময় অতীতেরই স্মারক। দ্বিতীয়ার্ধে একটি দারুণ সুযোগ মিস করলেও ম্যাচজুড়ে ছিলেন সক্রিয়। দূরপাল্লার শটে কাঁপিয়েছেন প্রতিপক্ষের পোস্ট।
শেষ পর্যন্ত আল নাসর ২-১ গোলে জয় পায়। দলের দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ মারান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, 'ভালো করার খিদে কখনো কমে না। এখনো অনেক কিছু বাকি। আমরা কেবল শুরু করলাম।'
গত মৌসুমে আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি গোল করেছেন এই পর্তুগিজ তারকা। যদিও বড় কোনো শিরোপা এখনো অধরা, তবে এবার নতুন চুক্তি অনুযায়ী ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটির হয়েই মাঠে থাকবেন তিনি।
আল নাসেরের পরবর্তী প্রাক-মৌসুম ম্যাচ আগামী রোববার, স্পেনে লা লিগার দল আলমেরিয়ার বিপক্ষে। আর নতুন মৌসুম শুরু হবে ১৯ আগস্ট, সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচ দিয়ে।