images

স্পোর্টস / ক্রিকেট

‘হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব’

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম

বয়স ৪৩ পেরিয়েছে, তবে ক্রিকেট মাঠে এখনও চনমনে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। খেলার প্রতি ভালোবাসা এবং ফিটনেস ধরে রাখার প্রতি মনোযোগই তাকে এখনো মাঠে টিকে থাকতে সাহায্য করছে।

বর্তমানে কানাডায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এ অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের বিপক্ষে পাকিস্তান চ্যাম্পিয়নদের দুর্দান্ত জয়ের পর ম্যাচ শেষে মালিক বলেন, “আমি পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার খাই, ভালো ঘুমাই। ক্রিকেটকে ভালোবাসি বলেই এখনো মাঠে নামা উপভোগ করি। ফিট থাকার এটিই আমার গোপন রহস্য।”

যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানাননি মালিক। তিনি বলেন, “আমি হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলেই যাব।”

শোয়েব মালিক পাকিস্তানের হয়ে ১২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২,৪৩৫ রান ও ২৮টি উইকেট নিয়েছেন। আর সামগ্রিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন ৫৫৭টি ম্যাচ, করেছেন ১৩,৫৭১ রান। তার স্ট্রাইক রেট ১২৭.২৪ এবং অর্ধশতক ৮৩টি। টি-টোয়েন্টি ইতিহাসে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।