images

স্পোর্টস / ক্রিকেট

ভারতের বদলে আগস্টে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ০৯:০৫ পিএম

আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলার কথা ছিলো বাংলাদেশের। তবে ভারত সেই সিরিজ আপাদত স্থগিত করায় আগস্টে কোনও সিরিজ ছিলো না টাগারদের। কিন্তু সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ তার আগে বিসিবি ক্রিকেটারদের প্রস্তুতি হিসেবে একটা সিরিজ আয়োজনের চিন্তায় ছিলো। এমনটায় জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

আর সেই হিসেব নেদারল্যান্ডস ও নেপালের সাথে আলোচনা হচ্ছে বলে জানাও যায়। অবশেষ সেই ঢাকে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড, এমন্টায় জানায় বিসিবির সূত্র। জানা গেছে, বাংলাদেশে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ডাচরা।

আগস্টের ১৯ থেকে ২৫ তারিখের মধ্যে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সময়সূচি প্রায় চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফলে এশিয়া কাপের আগে লম্বা একটা বিরতি পড়ে যায় টাইগারদের সামনে। এই সময়টাকে কাজে লাগাতে একটি প্রস্তুতি সিরিজ।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। এই ছন্দ ধরে রাখতে এবং এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টাইগারদের জন্য।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে।