স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম
ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে যেতে পেরেছিলেন কেবল দুইজন। তারা হলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। এ দুজনের পর দেশটির তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেছেন অভিষেক শর্মা। আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এ স্বীকৃতি পেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার।
২০১৪ থেকে ২০১৭- এই কয়েক বছরে টানা টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন কোহলি। এরপর সূর্যকুমারও এ মাইলফলকে নিজের নাম লিখেছিলেন। এবার এ কীর্তি গড়েছেন অভিষেক।
অভিষেক র্যাঙ্কিংয়ে শীর্ষে এসেছেন ট্রাভিস হেডকে সরিয়ে। মূলত হেডই একধাপ পিছিয়েছেন, এ কারণেই শীর্ষে অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে খেলেননি হেড, ফলে এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমেছেন হেড। আর এক ধাপ এগিয়ে শীর্ষে অভিষেক।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আটের বাকিরা অপরিবর্তিত আছেন, তবে ক্যারিবীয় সিরিজে দুর্দান্ত খেলে ৬ ধাপ এগিয়েছেন জশ ইংলিশ, তিনি আছেন ৯ নম্বরে। দুই ধাপ পিছিয়ে ৯ থেকে এগারতে নেমেছেন যশ্বসী জয়সোয়াল। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, তিনি ৬৪ ধাপ এগিয়ে পৌঁছেছেন ২৪ নম্বরে।
বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান নেমে গেছেন পাঁচ ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে, জাকের আলী ছয় ধাপ পিছিয়ে এখন ৫৯তম। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা টেম্বা বাভুমা এক ধাপ এগিয়ে এসেছেন পাঁচ নম্বরে। রিশব পন্তও এক ধাপ এগিয়েছেন, তিনি আছেন সাতে। আর ইংল্যান্ডের বেন ডাকেট ৫ ধাপ এগিয়ে এসেছেন শীর্ষ দশে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। জশপ্রীত বুমরাই আছেন শীর্ষে। তবে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাথান এলিস, তিনি ৭ ধাপ এগিয়ে এসেছেন ৯ নম্বরে।