স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
গত মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। তখনই রিয়ালের ১০ নম্বর জার্সি পেতে পারতেন তিনি। তবে লুকা মদ্রিচের প্রতি সম্মান দেখিয়েই তা নেননি ফরাসি এই তারকা। তবে ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে নতুন ১০ নম্বর খেলোয়াড় হিসেবে এমবাপের নাম ঘোষণা করেছে ক্লাবটি। মঙ্গলবার ‘এক্স’-এ (সাবেক টুইটার) অফিসিয়াল পোস্টে লস ব্লাঙ্কোসরা নিশ্চিত করেছে, দীর্ঘদিন ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিতে খেলা মদরিচের উত্তরসূরি হচ্ছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।
১০ নম্বর জার্সি মানেই অতীতের কিংবদন্তিদের তালিকা- মেসুত ওজিল, লুইস ফিগো, ক্লারেন্স সেডর্ফ, ফেরেন্স পুসকাসদের মতো খেলোয়াড়দের কাঁধে ছিল এই নম্বরের ভার। সেই ধারাবাহিকতায় এবার জায়গা করে নিলেন এমবাপ্পেও। ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদরিচের লস ব্লাঙ্কোস ক্যারিয়ারের আনুষ্ঠানিক শেষটাও হয়ে গেছে।
রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে বড় কোনো শিরোপাই জিততে পারেননি এমবাপে। নিজে ব্যক্তিগতভাবে সফল ছিলেন যদিও, লা লিগায় ৩১ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। কিন্তু তাতেও রিয়ালের মৌসুমটা ছিল হতাশাজনক। কোনো শিরোপা জিততে পারেনি তারা, বরং ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরে রীতিমতো লজ্জার মুখে পড়ে।

তবে ব্যর্থ মৌসুম পেছনে ফেলে এবার নতুন মৌসুম, নতুন শুরু, আর এই শুরুতে ১০ নম্বর জার্সির অতীত সুনাম এবং বর্তমান প্রত্যাশার ভার এখন এমবাপের কাঁধে। দেখার বিষয়, তিনি এই চাপ কতটা ভালোভাবে সামলাতে পারেন।