স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম
টালিনে তৃতীয় টি-টোয়েন্টিতে নজির গড়লেন ফিনল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত পেসার মাহেশ টাম্বে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। মাত্র ৮ বলেই ৫ উইকেট নিয়েছেন এই বোলার!
এর আগে এই রেকর্ড ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের দখলে। ২০২২ সালে জার্মানির বিপক্ষে তিনি ১০ বলে নিয়েছিলেন পাঁচ উইকেট। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বলে ফাইফারের রেকর্ড আফগানিস্তানের রশিদ খানের। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে।
ফিনল্যান্ড অধিনায়ক আমজাদ শের এস্তোনিয়ার বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন। ইনিংসের ১৭তম ওভারে টাম্বের প্রথম শিকার হন সাহিল চৌহান, যিনি মাত্র ২৭ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির মালিক। ওই ওভারের পরের বলেই মোহাম্মদ উসমানকে ফেরান টাম্বে। ওভারের শেষ বলে ফেরান স্টেফান গুচকে, যিনি এর আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন।
এরপর ১৯তম ওভারে আরও দুই উইকেট- রূপম বরুয়া ও প্রণয় গিওয়ালাকে ফিরিয়ে দেন টাম্বে। মোটে দুটি ওভার করেন, দেন ১৯ রান, নেন ৫ উইকেট। তার দুর্দান্ত স্পেলে ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় এস্তোনিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ফিনল্যান্ডের ওপেনার আরাবিন্দ মোহান একপ্রান্ত আগলে রেখে খেলেন ধীরস্থির ইনিংস। অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও উইকেটরক্ষক জর্ডান ও’ব্রায়েনের ১১ বলে ১৮ রানের ঝড়ো ইনিংসে রানরেট ঠিক থাকে। শেষ পর্যন্ত ১৯তম ওভারে জয় নিশ্চিত করে ফিনল্যান্ড। মোহান অপরাজিত থাকেন ৬৭ বলে ৬৭ রানে, মারেন ছয়টি চার ও একটি ছয়।
ফাইভ উইকেট আর গুরুত্বপূর্ণ অবদান রাখার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মাহেশ টাম্বের হাতে। আগের ম্যাচে তিনি দুটি ওভার বল করে ১০ রান দিলেও উইকেটশূন্য ছিলেন। ৩৯ বছর বয়সী টাম্বে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক করেছেন ২০২১ সালে, সুইডেনের বিপক্ষে। ইতালি, যারা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তাদের বিপক্ষেও খেলেছেন একটি ম্যাচ।
এখন পর্যন্ত ২৮ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২৮ উইকেট। গড় ২২.২৫, ইকোনমি রেট ৬.৮২। এটি তার প্রথম ফাইফার। ব্যাট হাতে ২৩ ইনিংসে ১৪০ রান করেছেন, গড় ১০.৭৬। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৩১ রান। এই সিরিজেই ২-১ ব্যবধানে জিতেছে ফিনল্যান্ড। মাহেশ টাম্বের রেকর্ড আর মোহানের শান্ত ইনিংস মিলিয়ে টালিনে এক স্মরণীয় জয় পেলো দলটি।