স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম
ইংল্যান্ড সফরে ভারতের পারফর্ম্যান্স তেমন একটা ভালো না হওয়ায় আগে থেকেই সমালোচনার মাঝেই আছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। এবার শেষ ম্যাচের আগে ওভালের মাঠের কিউরেটরের সঙ্গে তর্কে জড়িয়ে আবার আলোচনায় তিনি। গম্ভীর লন্ডনের ওভাল মাঠের প্রধান গ্রাউন্ডসম্যান লি ফোরটিসের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ওভালেই বৃহস্পতিবার থেকে শুরু হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট।
মিডিয়া রিপোর্ট বলছে, গ্রাউন্ড নিয়ে আলোচনার সময় গম্ভীর ক্ষুব্ধ হয়ে ফোরটিসকে বলেন, ‘আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।’ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ব্যাটিং কোচ সিতাংশু কোটক পর্যন্ত হস্তক্ষেপ করেন।
ঘটনাটি ঘটেছে ভারতের ঐচ্ছিক অনুশীলনের সময়। ভিডিওতে শোনা যাচ্ছে, গম্ভীর বারবার বলছেন, ‘*ক অফ, যা খুশি রিপোর্ট করো... তুমি তো একটা গ্রাউন্ডসম্যান মাত্র।’* বারবার আঙুল উঁচিয়ে বলা এসব মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গেছে ক্রিকেটমহলে। যদিও কেন এই বিতর্ক তৈরি হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়।
এর আগেও সিরিজে উত্তেজনার পারদ বাড়ছিল। ম্যানচেস্টারে শেষ টেস্টে বেন স্টোকস জাদেজা ও সুন্দরকে ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন, যা ফিরিয়ে দিয়ে ব্যাট করতে থাকেন তারা। তখনও শুরু হয়েছিল ‘স্পিরিট অফ ক্রিকেট’ বিতর্ক। এবার সেই উত্তাপই যেন পৌঁছে গেছে ওভালে।
শেষ টেস্টটি ড্র হওয়ায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। তবে ওভালে ভারত জিততে পারলে সিরিজ ড্র হবে, আর হারের লজ্জা এড়ানো যাবে। গম্ভীরের কোচ হিসেবে এখন পর্যন্ত ১৪ টেস্টে মাত্র চার জয়। ফলে তার ওপর চাপটাও কম নয়। শেষ ম্যাচের আগে দলের মধ্যে যুদ্ধজয়ী বার্তাও দিয়েছেন তিনি।
লন্ডনে ভারতীয় হাই কমিশনে দলের একটি অনুষ্ঠানে গম্ভীর বলেন, "গত পাঁচ সপ্তাহ দু’দেশের জন্যই দারুণ রোমাঞ্চকর ছিল। আমি নিশ্চিত, যে ধরনের ক্রিকেট হয়েছে, তাতে প্রতিটি ক্রিকেটপ্রেমী গর্বিত। দুই দলই এক ইঞ্চি জমির জন্য লড়েছে। সামনে আর মাত্র এক সপ্তাহ। একবারের জন্য আরেকটা ধাক্কা দেওয়ার সুযোগ আছে। একবারের জন্য দেশকে গর্বিত করার সুযোগ। জয় হিন্দ!"