স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১০:৪৭ এএম
পুরুষ দলের কোপা আমেরিকা জয়ের এক বছর পর আর্জেন্টিনার নারী দলও শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু সেই পথ আটকে দিল কলম্বিয়ার মেয়েরা। বাংলাদেশ সময় আজ সকালে ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত হয় নারী কোপা আমেরিকার সেমিফাইনাল। নির্ধারিত সময়ের মধ্যে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫–৪ গোলে জিতে ফাইনালের টিকিট কেটে নেয় কলম্বিয়া।
গত বছর পুরুষ দলের কাছে হারের স্মৃতি ছিল কলম্বিয়ার। এবার নারী দল যেন সেই হারের জবাব দিল সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করে। আর্জেন্টিনার নারীদের জন্য এটি ছিল ফাইনালে পৌঁছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। কিন্তু টাইব্রেকারে হারের হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের।
টাইব্রেকারে কলম্বিয়ার গোলরক্ষক ক্যাথরিন তাপিয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি আর্জেন্টিনার পাউলিনা গ্রামাগলিয়ার পেনাল্টি রক্ষা করেন, যদিও পরক্ষণেই কলম্বিয়ার মায়রা রামিরেজ বল পোস্টে মেরে সুযোগ হাতছাড়া করেন।
ছয় নম্বর শটে ওয়েন্ডি বোনিলা কলম্বিয়ার পক্ষে গোল করলে চাপ পড়ে আর্জেন্টিনার এলিয়ানা স্তাবিলের ওপর। কিন্তু তিনিও বল বারপোস্টে মারলে জয় নিশ্চিত হয় কলম্বিয়ার। ম্যাচের শুরুতে আর্জেন্টিনার ফ্লোরেন্সিয়া বনসেগুনদো ও ইয়ামিলা রদ্রিগেজ বেশ কিছু ভালো আক্রমণ চালান, তবে কলম্বিয়ার গোলরক্ষক তাপিয়া একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন।
প্রথমার্ধে উভয় দলের কিছু খেলোয়াড় চোটে পড়ায় খেলার ছন্দ কিছুটা ব্যাহত হয়। এরপর কলম্বিয়ার রামিরেজ, লেইসি সান্তোস ও লিন্ডা কাইসেডো কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধে কলম্বিয়া আক্রমণের চাপ বাড়ায়। এক পর্যায়ে ভ্যালেরিন লোবোয়ার কাছ থেকে পাওয়া একটি সুযোগে তারা গোলের একেবারে কাছে চলে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক সোলানা পেরেইরার অসাধারণ সেভে তা ব্যর্থ হয়। কলম্বিয়া ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল বা উরুগুয়ের, যারা মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।
ম্যাচ শেষে গোলরক্ষক তাপিয়া বলেন, “আমরা ফাইনালে এবং অলিম্পিকে কোয়ালিফাই করেছি, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা ফাইনালের জন্য প্রস্তুত।”