স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪২ পিএম
এ বছর ক্রিকেটে রয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ । এই ২ টি টুনার্মেন্টে অংশগ্রহণের পাশাপাশি ২০২২-এ এক ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। আটটি সিরিজ ও আইসিসির দুটি টুর্নামেন্টসহ দেশ ও দেশের বাইরে ২০২২ সালে ব্যস্ত সময় পার করবে লাল-সবুজের দল।
এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ টাইগারদের সম্ভাব্য সূচি:
| মাস | প্রতিপক্ষ | সিরিজ | ভেন্যু |
| জানুয়ারি | নিউজিল্যান্ড | দুই টেস্ট | নিউজিল্যান্ড |
| ফেব্রুয়ারি-মার্চ | আফগানিস্তান | তিন ওয়ানডে, দুই টি-টোয়েন্টি | বাংলাদেশ |
| মার্চ-এপ্রিল | দক্ষিণ আফ্রিকা | দুই টেস্ট, তিন ওয়ানডে | দক্ষিণ আফ্রিকা |
| এপ্রিল-মে | শ্রীলঙ্কা | দুই টেস্ট | বাংলাদেশ |
| মে | আয়ারল্যান্ড | তিন ওয়ানডে | আয়ারল্যান্ড |
| জুন-জুলাই | ওয়েস্ট ইন্ডিজ | দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি | ওয়েস্ট ইন্ডিজ |
| আগস্ট | জিম্বাবুয়ে | পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি | জিম্বাবুয়ে |
| আগস্ট-সেপ্টেম্বর | ------------ | এশিয়া কাপ | শ্রীলঙ্কা |
| সেপ্টেম্বর -অক্টোবর | আয়ারল্যান্ড | এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি | আয়ারল্যান্ড |
| অক্টোবর-নভেম্বর | ------------- | টি-টোয়েন্টি বিশ্বকাপ | অস্ট্রেলিয়া |
| নভেম্বর-ডিসেম্বর | ভারত | দুই টেস্ট, তিন ওয়ানডে | বাংলাদেশ |
এসও