images

স্পোর্টস / ক্রিকেট

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল চলতি বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন। এরপর থেকে অনুশীলন বা ম্যাচে তাকে দেখা যায়নি, যা নিয়ে ধারণা তৈরি হয়েছিল যে হয়তো তিনি আর ক্রিকেটে ফিরবেন না। তবে সব জল্পনায় ইতি টেনে তামিম নিজেই জানালেন, ব্যাট হাতে মাঠে ফেরার পরিকল্পনা করছেন তিনি, এবং লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

এক সাক্ষাৎকারে তামিম বলেন, “বিপিএলে খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে নিয়মিত কাজ করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। তবে লক্ষ্য আছে বিপিএল দিয়ে ফেরার।” 

গত দুই আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন তিনি। পুরোপুরি ফিট হয়ে দলকে নেতৃত্ব দিতে তিনি ভাবছেন ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) কয়েকটি ম্যাচ খেলার কথা। তিনি বলেন, “সুযোগ থাকলে এনসিএলে ২-৩টি ম্যাচ খেলতে পারি। পুরোটা না হলেও কিছু ম্যাচ খেলব, প্রস্তুতির অংশ হিসেবে।”

বয়স ও শারীরিক অবস্থার কারণে তামিমের ক্রিকেট ক্যারিয়ারের সময় যে বেশি নেই, তা তিনি নিজেও মানছেন। তবে এখনই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না তিনি। তার কথায়, “এই বছরটা চেষ্টা করে দেখি। কেমন লাগে সেটা বুঝে সিদ্ধান্ত নেব।”

অন্যদিকে, ক্রিকেট থেকে পুরোপুরি অবসর না নিয়েই তামিম বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন। এ অভিজ্ঞতা নিয়ে তিনি আশাবাদী, তবে এটিকে এখনই পেশা হিসেবে নিতে চান না। তিনি বলেন, “ধারাভাষ্য করা সহজ না। প্রথমবার ভালো লেগেছে, কিন্তু বারবার ভালো নাও লাগতে পারে। পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।”