images

স্পোর্টস / ফুটবল

মেসির সঙ্গে ইয়ামালের তুলনাতে গার্দিওলা বললেন, ১৫ বছর পর দেখা যাবে

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম

বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামালের প্রতিভায় মুগ্ধ অনেকেই। সেই তালিকায় আছেন ক্লাবটির সাবেক কোচ এবং বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও। তবে ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির তুলনায় আপত্তি গার্দিওলার। তার মতে, এই তরুণ ফুটবলারকে এখন নিজের মতো করে ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত।

লা মাসিয়ার ঘরেই বেড়ে উঠেছেন ইয়ামাল। এখান থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে জায়গা করে নেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ উইঙ্গার।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইয়ামালকে। এরই মধ্যে লা লিগা জয়ের স্বাদ পেয়েছেন বার্সেলোনার হয়ে। জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

তবে গার্দিওলার মতে, এখনই ইয়ামালের উপর চাপ দেওয়া ঠিক হবে না। তিনি বলেন,
“আমার মনে হয় আমাদের লামিন ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত। এখনই কোনো বিচার না করে অপেক্ষা করা ভালো। যখন সে ১৫ বছর ধরে খেলবে, তখন বোঝা যাবে সে কেমন খেলোয়াড়। আর মেসির সঙ্গে তার তুলনা করা হচ্ছে— এটা অবশ্যই বড় বিষয়। যেমন কোনো চিত্রশিল্পীর কাজ ফন খকের সঙ্গে তুলনা করা হলে সবাই ভাবে, সে নিশ্চয়ই মন্দ নয়। তবে তুলনার চেয়ে সময় দেওয়া জরুরি। সময়ই বলবে, ইয়ামাল কোথায় দাঁড়ায়।”