images

স্পোর্টস / ক্রিকেট

ভারতের বিপক্ষে শেষ টেস্টের আগে স্কোয়াডের শক্তি বাড়াল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টকে সামনে রেখে দলে ফিরেছেন জেমি ওভারটন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে'র হয়ে খেলার পরই তাকে দলে যুক্ত করা হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ভারত দারুণ লড়াই করে ড্র করে সিরিজ বাঁচিয়ে রাখার পর, একমাত্র এই পরিবর্তনটাই এসেছে ইংল্যান্ড স্কোয়াডে।

ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ বোলাররা দুই ইনিংস মিলিয়ে ২৫৭ ওভার বল করেও কাঙ্ক্ষিত ফল পায়নি। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস নিজেই বলেছিলেন, শেষ ম্যাচের আগে দলে কিছু ‘ফ্রেশ লেগ’ দরকার হতে পারে।

স্টোকস বলেন, “যেভাবে আমরা মাঠে ছিলাম এবং যত ওভার বল করেছি, সেটা মাথায় রাখলে শেষ ম্যাচের আগে সবাই কিছুটা ক্লান্ত ও ব্যথানুভূতিতে ভুগবে। তাই সবাইকে নিয়ে একটা মূল্যায়ন করা হবে। সামনে ২-৩ দিন সময় আছে, ওই সময়টা যেন ভালোভাবে কাজে লাগাতে পারি।” তিনি আরও যোগ করেন, “রিকভারির দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা হয়তো নতুন কাউকে নিয়ে ভাবতে পারি, তবে এই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের কাছাকাছি গিয়ে।”

401734.6

চলতি সিরিজে ইংল্যান্ড একাদশে খুব একটা পরিবর্তন আনেনি। জশ টাংয়ের পরিবর্তে জোফ্রা আর্চার ও ইনজুরিতে পড়া শোয়েব বাশিরের জায়গায় লিয়াম ডসন, মূলত এই দুই পরিবর্তনই হয়েছে। চোট কাটিয়ে টেস্টে ফিরে আসা আর্চার খেলেছেন দুই ম্যাচ। সবচেয়ে বেশি ওভার করেছেন ক্রিস ওক্স, ১৬৭ ওভার, যা দুই দলের মধ্যে সর্বোচ্চ। ব্রাইডন কার্স (১৫৫ ওভার) ও স্টোকস (১৪০ ওভার) খুব একটা পিছিয়ে নেই।

এই টেস্টে গাস অ্যাটকিনসন দলে থাকবেন, এমনটা আগে থেকেই অনুমান ছিল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে সারে’র দ্বিতীয় একাদশে খেলেছেন তিনি, সেখানেই নিজেকে ফিট প্রমাণ করেছেন। ফর্ম এবং চোট বিবেচনায় ওক্সের পরিবর্তে তাকে সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে, এখনও পর্যন্ত সিরিজে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১১ উইকেট) জশ টাংকেও ভাবা হচ্ছে দলে ফেরানোর ব্যাপারে। আর ওভারটন মাঠে নামলে ২০২২ সালে অভিষেকের পর প্রথমবারের মতো টেস্ট খেলবেন তিনি।

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওক্স।