স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নারায়ণ জগদীশন। চোটের কারণে ছিটকে পড়া ঋষভ পন্থের পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার।
পন্থ ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে ক্রিস ওকসের একটি ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে মারাত্মক চোট পান। স্ক্যানের পর নিশ্চিত হয়, তার পায়ে চিড় ধরেছে। ফলে চলতি সিরিজে আর মাঠে নামা সম্ভব নয় তার। সিরিজের অন্যতম সেরা পারফর্মার পন্থের এই ছিটকে যাওয়াটা ভারতের জন্য বড় ধাক্কা।
কারণ, তিনি এখন পর্যন্ত সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। করেছেন ৪৭৯ রান, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি। তার ব্যাটিং গড় ৬৮.৪২।
এই সুযোগে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন ২৮ বছর বয়সী জগদীশন। যদিও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার, তবে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্যাচে তার রানসংখ্যা ৩,৩৭৩, গড় ৪৭.৫০। রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরি।
জগদীশন আইপিএলেও চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুল পুরোপুরি ফিট না থাকায় ধ্রুব জুরেলের পাশাপাশি এখন স্কোয়াডে দ্বিতীয় বিকল্প হিসেবে থাকবেন জগদীশন।
এখন ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতকে সমতায় ফিরতে হলে ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জিততেই হবে। ড্র কিংবা হারলেই সিরিজ জিতে নেবে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী এই ম্যাচে নতুন স্কোয়াড এবং উইকেটরক্ষক জুটি কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।