স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ঘরোয়া ক্রিকেটের ফর্ম ধরে রাখতে পারেননি ওপেনার নাঈম শেখ। সাদা বলের দুই ফরম্যাটেই রান পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। সর্বশেষ পাকিস্তান সিরিজে পারফরম্যান্স ছিল হতাশাজনক। এই ব্যর্থতার পর নাঈমকে নিয়ে সমালোচনা বেড়েছে। সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, ঘুরে দাঁড়াতে হলে নাঈমের ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে।
সম্প্রতি গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘নাঈম একজন ভালো খেলোয়াড়। তবে টি-টোয়েন্টিতে টেকনিকের চেয়ে অ্যাপ্রোচ বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাওয়ারপ্লের ছয় ওভারে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তারা ১৭৮ রান করেছিল, তখন আমাদের শুরুতেই অন্তত ৬০ রান তোলা উচিত ছিল। ডমিনেটিভ ব্যাটিং না করলে বোলাররা চাপে ফেলবে।’
প্রায় তিন বছর পর নাঈম জাতীয় দলে ফেরেন, মূলত পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের বিকল্প হিসেবে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ নম্বরে নেমে ৩২ রানের ইনিংস খেললেও বল খেলেন ২৯টি। যা টি-টোয়েন্টির প্রেক্ষাপটে ধীরগতির। পাকিস্তান সিরিজে ওপেনার হিসেবে সুযোগ পেয়ে আরও ব্যর্থ হন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ বলে করেন মাত্র ৩ রান, আর তৃতীয় ম্যাচে ১৭ বলে করেন ১০ রান। স্ট্রাইক রেট ছিল মাত্র ৫৮.৮২।
নাঈমের ক্যারিয়ারে বড় কোনো ইনিংস না থাকলেও ২০১৯ সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ৮১ রানের একটি ইনিংস ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স। এখন পর্যন্ত ৪০ টি-টোয়েন্টিতে করেছেন ৮৬০ রান, গড় ২৩.৮৮ ও স্ট্রাইক রেট মাত্র ১০২।
আকরাম খান মনে করেন, ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে নাঈমকে ব্যাটিং স্টাইল নিয়ে ভাবতে হবে। ‘ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো করেছে। কিন্তু অ্যাপ্রোচ বদলাতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন,’ বলেন তিনি।