images

স্পোর্টস / ক্রিকেট

গম্ভীরের ওপর ক্ষোভ ঝেড়ে যা বললেন সঞ্জয় মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

ম্যানচেস্টার টেস্টে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দল নির্বাচন এবং কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এই ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হয়ে যেত ভারতের। তবে ১৪৩ ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছে ভারতীয় ব্যাটাররা। ম্যাচের পর সাংবাদ মাধ্যমে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমালোচনার জবাব দেন গম্ভীর। কিন্তু তাঁর এই ভঙ্গিমা পছন্দ হয়নি ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের।

মাঞ্জরেকারের মতে, গম্ভীর অনেক ভুল করেও বেঁচে যাচ্ছেন। তাই তাঁর উচিত নয় মিডিয়ায় এত আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলা। মাঞ্জরেকার বলেন, ‘শুভমন গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছে। এটা স্বাভাবিক। কিন্তু গম্ভীর সে সব প্রশ্নের উত্তর না দিয়ে গলা চড়িয়ে জবাব দিচ্ছেন, যা উচিত নয়। ওর উচিত গলা নামিয়ে, শান্তভাবে কঠিন প্রশ্নগুলোর জবাব দেওয়া।’

গম্ভীর অবশ্য শুভমনের পক্ষ নিয়ে বলেছেন, ‘শুভমনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। ওর উপর অধিনায়কত্বের কোনও চাপ নেই। যারা সন্দেহ করছে, তারা ক্রিকেট বোঝে না।’

এই মন্তব্যেই অসন্তুষ্ট মাঞ্জরেকার। তাঁর বক্তব্য, ‘যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা কেউ ভারতীয় ক্রিকেটের শত্রু নন। গম্ভীরকে বুঝতে হবে, আমরা সকলেই ভারতীয় ক্রিকেটের ভাল চাই।’

দল নির্বাচন নিয়েও সমালোচনা হচ্ছে। করুণ নায়ারকে বসিয়ে সাই সুদর্শনকে খেলানো, কুলদীপ যাদবকে বাদ দিয়ে অংশুল কম্বোজকে দলে রাখা। এই সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। গম্ভীর এই বিষয়ে বলেন, ‘আমরা কাউকে বাদ দিইনি, শুধু সেরা একাদশ বেছে নিয়েছি। আমাদের মনে হয়েছে ইংল্যান্ডের এই বোলিংয়ের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটার দরকার ছিল। আর কম্বোজের বোলিং ইংল্যান্ডের আবহাওয়ায় কাজে লাগবে মনে হয়েছিল।’

কিন্তু এই যুক্তিও মানতে নারাজ মাঞ্জরেকার। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের পরাজয়ে গম্ভীরের কৌশলগত ভুল প্রমাণিত হয়েছে। এত ভুল করেও ও বেঁচে যাচ্ছে। করুণকে বাদ দেওয়া হয়নি—এটা বলা ঠিক নয়, কারণ সবাই দেখতে পাচ্ছে ও বাদ পড়েছে।’

শেষে মাঞ্জরেকার বলেন, ‘গম্ভীরকে বলব, একটু শান্ত থাকুন। প্রশ্নের জবাব দিন। কারণ আমরা সবাই ভারতীয় ক্রিকেটের ভালটাই চাই।’