স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ০৯:৫৪ এএম
বাংলাদেশে ফুটসাল নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে। এশিয়ান কাপ বাছাই পর্ব দিয়ে দেশের ফুটসালের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে জাতীয় দল। এই দলকে গড়ে তুলতেই এসেছেন ইরানের কোচ সাঈদ খোদারাহমি।
বাংলাদেশে পা রাখার পর খোদারাহমির অভিজ্ঞতা বেশ ইতিবাচক। অচেনা দেশ হলেও এখানকার পরিবেশ, মানুষ ও খাবার তাকে নিজের দেশের মতোই মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি, দায়িত্বটা সহজ নয়। গতকালই প্রথমবার বাংলাদেশে এসেছি। তবে এখানকার মানুষ এত আন্তরিক যে মনে হচ্ছে আমি ইরানেই আছি।’
ফুটসালের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে ফুটসাল এখনো শিশুর মতো। তাই সবার সাহায্য দরকার। আজ আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এখানে কয়টি ফুটসাল স্টেডিয়াম আছে? কয়জন কোচ, রেফারি ও খেলোয়াড় আছে? আমার মনে হয়, আজ থেকেই বাংলাদেশের ফুটসালের জন্ম হলো। সবাইকে অভিনন্দন।’
আগে তিনি মিয়ানমারের জাতীয় ফুটসাল দলের কোচ ছিলেন পাঁচ বছর। সেখানেও একইভাবে শুরু করেছিলেন। এখন তিনি চান বাংলাদেশেও সবাই যেন একসাথে কাজ করে এই খেলাটিকে গড়ে তোলে। তিনি বলেন, ‘আমি ভুল করতেই পারি। তবে দয়া করে সমালোচনা না করে পাশে থাকবেন। উন্নতির জন্য গঠনমূলক সমর্থন চাই।’
এশিয়ান কাপ বাছাই শুরু হবে ২০ সেপ্টেম্বর, মালয়েশিয়ায়। বাংলাদেশ খেলবে তিনটি দলের বিপক্ষে; ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এই প্রতিযোগিতার জন্য এখনো চূড়ান্ত দল গঠন হয়নি। শুরুতে ৫৩ জন খেলোয়াড় ট্রায়ালে অংশ নেবে। সেখান থেকে বাছাই করে ১৪ জনের চূড়ান্ত দল তৈরি করবেন কোচ খোদারাহমি।