images

স্পোর্টস / ক্রিকেট

ম্যানচেস্টারে ইংল্যান্ডের সঙ্গে জয়ের সমান ড্র করল ভারত

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৯:২৪ এএম

ম্যানচেস্টার, ২৮ জুলাই ২০২৫: ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে পরাজয়ের মুখ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ম্যাচ ড্র করেছে ভারত। জো রুট (১৫০) ও বেন স্টোকসের (১৪১) জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৮ রানে, ফলে ৩১১ রানে পিছিয়ে পড়ে ভারতীয় দল। 

দ্বিতীয় ইনিংসে শুরুতেই শূন্য রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত, কিন্তু অধিনায়ক শুভমান গিল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। শূন্য রানেই দুই উইকেট পড়ে যায়। তবে তৃতীয় উইকেটে লোকেশ রাহুল এবং শুভমান গিল ১৮৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর ভিত্তি তৈরি করে দেন। রাহুল ২৩০ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৯০ রান করে নার্ভাস নাইনটিতে আউট হন। অন্যদিকে, গিল চলতি সফরে তার চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। তিনি ২৩৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করে সাজঘরে ফেরেন।

গিলের বিদায়ের পর ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজা পঞ্চম উইকেটে ২০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরান। দুজনেই পঞ্চম দিনের খেলা শেষ পর্যন্ত অপরাজিত থেকে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন। সুন্দর ২০৬ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০১ রানে অপরাজিত থাকেন। জাদেজা ১৮৫ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন।

শুভমান গিল (১০৩), লোকেশ রাহুল (৯০), ওয়াশিংটন সুন্দর (১০১*) এবং রবিন্দ্র জাদেজার (১০৭*) দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ম্যাচ ড্র নিশ্চিত করে। এই ড্র ভারতের জন্য জয়ের সমান, কারণ এটি দলের মনোবল ও সিরিজে টিকে থাকার সম্ভাবনাকে শক্তিশালী করেছে।