স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ০৮:৪৪ পিএম
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫-এ ফের বিধ্বংসী রূপে দেখা গেল এবি ডি ভিলিয়ার্সকে। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে রোববার লিডসের হেডিংলিতে মাত্র ৩৯ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। তাঁর ব্যাটে ভর করেই ২০ ওভারে ২৪১ রান তোলে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস।
প্রথম উইকেটেই জেজে স্মাটসের সঙ্গে গড়েন ১৮৭ রানের বিধ্বংসী জুটি, যা আসে মাত্র ৮১ বলে। শুরুতে সিঙ্গেল নিয়ে খোলস ছাড়েন ডি ভিলিয়ার্স, এরপর তৃতীয় ওভারে ব্রেট লিকে ছক্কা-চারে আক্রমণ শুরু। এরপর পিটার সিডলকেও ছাড়েননি, তার এক ওভারেই তুলেন ১৬ রান, আর ২২ বলে পূর্ণ করেন অর্ধশতক।
হাফসেঞ্চুরির পর গিয়ার পাল্টে আক্রমণে নামেন ডি ভিলিয়ার্স। ডি’আর্সি শর্টের এক ওভারে টানা পাঁচটি বাউন্ডারি হাঁকান- চারটি চার ও একটি ছক্কা। এরপর ৩৯ বলে পূর্ণ করেন শতক। শেষ পর্যন্ত ১৫টি চার ও ৮টি ছক্কার মারে ৪৬ বলে ১২৩ রান করে আউট হন তিনি।
ডি ভিলিয়ার্সের সঙ্গে উদ্বোধনী জুটিতে নামা জেজে স্মাটসও খেলেন দুর্দান্ত ইনিংস। ৫৩ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৮৫ রান। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের হয়ে পিটার সিডল ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট তুলে নেন তিনি।
এর আগে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ডি ভিলিয়ার্স। সেই ম্যাচে মাত্র ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন ১১৬ রানে (৫১ বল)। ওই ইনিংসে ছিল ১৫টি চার ও ৭টি ছক্কা। তাঁর ওই ইনিংসেই ১২.২ ওভারে ১৫৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্স এখন পর্যন্ত চার ইনিংসে ৩০৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। গড় ১৫১.৫, সেঞ্চুরি দুইটি, হাফসেঞ্চুরি একটি। তাঁর ব্যাটিংয়ে ভর করে এখন ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস।