images

স্পোর্টস / ক্রিকেট

‘একেক সময় একেক রকম দেশপ্রেম ভারতের’

স্পোর্টস ডেস্ক

২৭ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম

ভারতের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। তার মতে, পাকিস্তানের বিপক্ষে খেলাকে ঘিরে ভারত কখনো একরকম, আবার কখনো ভিন্নরকম আচরণ করছে।

এক্সে দেওয়া একটি পোস্টে কানেরিয়া লেখেন, ‘ভারতীয় খেলোয়াড়রা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) বয়কট করল, বলল এটা জাতীয় দায়িত্ব। কিন্তু এখন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলা ঠিক আছে? যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএল-এও খেলা উচিত ছিল। সুবিধামতো দেশপ্রেম ব্যবহার বন্ধ করুন। খেলাকে খেলাই থাকতে দিন, প্রচারণার হাতিয়ার বানাবেন না।’

গত ২০ জুলাই এজবাস্টনে ডব্লিউসিএলে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল হয়ে যায়। যদিও এর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, কিন্তু ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, শচীন টেন্ডুলকার, হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও সুরেশ রায়নার মতো তারকা ক্রিকেটাররা শহীদ আফ্রিদির উপস্থিতি নিয়ে আপত্তি জানান। তাদের কিছু শর্ত পূরণ না হওয়ায় ভারতীয় দল ম্যাচে অংশ নেয়নি।

অন্যদিকে, আসন্ন এশিয়া কাপ ২০২৫ পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়েছে ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেছে। ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ২১ সেপ্টেম্বর সুপার ফোরে উঠলে আবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তান দল দারুণ পারফর্ম করছে। সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৯ রানে হারিয়েছে তারা, যেখানে কামরান আকমল করেন সেঞ্চুরি। অপরদিকে, দুর্বল ভারতীয় দল টানা দুই ম্যাচে হেরে গেছে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ২০৪ রান তাড়া করে জয় পায় শেষ ওভারে।