স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম
এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শেষে সমাধান হয়েছে। ভারত প্রথমে টুর্নামেন্টে অংশ নিতে অনীহা দেখালেও শেষ পর্যন্ত রাজি হয়েছে। পাকিস্তানও মেনে নিয়েছে। ফলে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের জন্য ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সমালোচনার মুখে পড়েছে।
পেশোয়ারে হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ভারতের অনেক সাবেক ক্রিকেটার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তারা মনে করেন, রাহুল দ্রাবিড় বা হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়দের পাকিস্তানের বিপক্ষে না খেলাই উচিত।
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বিসিসিআইয়ের দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘হয় সব জায়গায় খেলা উচিত, নয়তো কোথাও না। দ্বিপাক্ষিক সিরিজে না খেললে আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলা উচিত নয়। তবে সরকার আর বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।’
আইসিসির মধ্যস্থতায় এর আগে সিদ্ধান্ত হয়েছিল, ২০২৭ সাল পর্যন্ত ভারত পাকিস্তানে এবং পাকিস্তান ভারতে কোনো টুর্নামেন্ট খেলতে যাবে না। এশিয়া কাপও এই শর্তে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত মাঝপথে সিদ্ধান্ত পাল্টায়। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে একমত হয় দুই পক্ষ।
সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। এরপর সুপার ফোরে উঠলে আরেকবার এবং ফাইনালে পৌঁছালে আরও একবার মাঠে নামতে পারে দুই দল।