স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়ে ক্রিকেট উন্নয়নে সুনির্দিষ্ট কৌশল নিয়ে এগোচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের ক্রিকেটে কাঠামোগত ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে চান। সাবেক এই অধিনায়কের লক্ষ্য শুধু সাময়িক সাফল্য নয়, বরং দীর্ঘমেয়াদি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তার পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। আফগানিস্তানে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে কঠোর ও স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে দল নির্বাচন ও গঠন করা হতো। বাংলাদেশেও একইভাবে কাঠিন্যভিত্তিক নির্বাচন প্রক্রিয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘কীভাবে ইমার্জিং ও হাই-পারফরম্যান্স দল গঠন করা হবে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে হাইপারফরম্যান্স থেকে জাতীয় দলে যাবে সেগুলো অত্যন্ত কঠোরতার সাথে যাচাই করত আফগানিস্তান।’ তিনি আরো বলেন, খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছ ও কঠিন একটি পদ্ধতি থাকতে হবে। কেউ যদি জাতীয় দলে জায়গা পেতে চায়, তাহলে তাকে সেই নির্ধারিত কাঠামোর মধ্যেই পারফর্ম করতে হবে। অন্যথায় লক্ষ্যচ্যুত হয়ে পড়বে গোটা প্রক্রিয়া।
তিনি হাই-পারফরম্যান্স দল থেকে জাতীয় দলে খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ার উপর জোর দেন। আফগানিস্তানে ইমার্জিং ও হাই-পারফরম্যান্স দল থেকে জাতীয় দলে যাওয়ার জন্য কঠোর মানদণ্ড অনুসরণ করা হতো। বাংলাদেশেও এমন স্বচ্ছ ও কঠোর প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে তার।
ঘরোয়া ক্রিকেটের উন্নয়নেও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, আন্তর্জাতিক সূচির সঙ্গে ঘরোয়া টুর্নামেন্টের ফরম্যাটের সমন্বয় জরুরি। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘জাতীয় দলের খেলার সাথে মিল রেখে ঘরোয়া ক্রিকেটের ফ্রেইমওয়ার্ক করতে হবে। যেমন, যদি আমাদের দল টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে যায় তাহলে এশিয়া কাপের আগে ঘরোয়া ক্রিকেট অবশ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে হতে হবে। এভাবে সবকিছু বিশ্লেষণ করতে হবে। সবকিছুই আমরা ধীরেধীরে প্রয়োগ করবে।’