স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ০৯:২৮ এএম
ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। ক্রিকবাজ জানিয়েছিল, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। শনিবার বিকেলের দিকে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এক্সে (সাবেক টুইটার) জানিয়ে দেন, ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর হবে মর্যাদার এই টুর্নামেন্টের ফাইনাল।
এর আড়াই ঘণ্টা পর আরেকটি পোস্টে নাকভি প্রকাশ করেন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। পরে এসিসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হয়।
তবে সূচি প্রকাশ করা হলেও এখনো জানানো হয়নি কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে। ধারণা করা হচ্ছে, দুবাই ও আবুধাবি, এই দুটি ভেন্যুতেই হবে টুর্নামেন্টের সব ম্যাচ। আয়োজক দেশের বোর্ডের সঙ্গে আলোচনা শেষ না হওয়ায় ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশে দেরি হচ্ছে বলে জানা গেছে।
টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ- ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। তবে সূচি নিয়ে কিছু বিতর্কও উঠেছে। কারণ, ওই ম্যাচের আগে ভারত যেখানে তিন দিন বিশ্রাম পাবে, সেখানে পাকিস্তান পাবে মাত্র এক দিন। বিষয়টি নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলেছেন কেউ কেউ।
এশিয়া কাপ নিয়ে এসিসি সভাপতি মহসিন নাকভি বলেন, '২০২৫ ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হওয়ায় এশিয়ার নানা প্রান্তের ভক্তরা একত্রিত হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের বিস্ময়কর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। দর্শকেরা যখন এই টুর্নামেন্টের অবিস্মরণীয় লড়াইগুলো দেখতে একত্রিত হবেন, সেটি হবে ক্রিকেট ঐক্যের দারুণ এক সেতুবন্ধন।'