স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
এশিয়া কাপ কবে শুরু হবে তা অবশেষে আজ জানা গেছে। ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)।শনিবার এ ঘোষণা দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।
এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে তিনি বলেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টটি হবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে।"
এশিয়া কাপ শুরু হতে বাকি আর মাস দেড়েক। এই সময়ের মাঝে কোনো সিরিজ নেই বাংলাদেশের। টানা ম্যাচ খেলার ধকল সামলে নিতে বাংলাদেশের ক্রিকেটাররা প্রথম ১০-১২ দিন কাটাবেন বিশ্রামে। তবে এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আগে খেলা না থাকলে ছন্দ ধরে রাখা কঠিন হবে টাইগারদের।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাসও বলেছিলেন, একটি সিরিজ আয়োজন করা গেলে ভালো হয় তাঁদের জন্য। এদিকে আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত সরকারের সবুজসংকেত না পাওয়ায় সিরিজটি আগামী বছরের সেপ্টেম্বরে হতে পারে।
এখন তাই এশিয়া কাপের আগে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন এমন কথাই জানিয়েছেন।
তিনি বলেন, ‘বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ, তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আমাদের মনে হয় অন্য কোনো দেশের সঙ্গে এটা হতে পারে। নেদারল্যান্ডস ও নেপাল হতে পারে কিংবা এমন কোনো দেশ হতে পারে। এ মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি।’