স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
যেসব ফুটবলার ক্লাব ছাড়তে চাইছেন, তারা কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি না হলে আবারও দলে ফিরিয়ে নেয়া হবে বলেই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম। একদম স্পষ্ট করে তিনি বলেছেন, “ওরা আমাদেরই খেলোয়াড়।”
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাকা স্কোয়াডে জায়গা হয়নি আলেহান্দ্রো গারনাচো, জ্যাডন সাঞ্চো, অ্যান্টনি ও টাইরেল মালাসিয়ার। এই চার ফুটবলারই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চান, ক্লাবও তাদের বিক্রি করতে চায়। তবে এখনো কারও সাথেই চূড়ান্ত চুক্তি হয়নি।
তবে হোটেল আর মাঠে প্রথম দলের সঙ্গ ছাড়াই আলাদা অনুশীলন করতে হচ্ছে তাদের। এই প্রসঙ্গে আমোরিম বলেন, “কিছু খেলোয়াড় দলে জায়গা পাওয়ার জন্য নতুন ক্লাব খুঁজছে, আবার কেউ কেউ পরিষ্কারভাবে নতুন চ্যালেঞ্জ চাচ্ছে। তাই ওদের সময় দেয়া হচ্ছে সিদ্ধান্ত নিতে। তবে শেষ পর্যন্ত যদি ওরা ক্লাবেই থেকে যায়, তাহলে দলে ফেরানো হবে।”
শিকাগোতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শনিবারের প্রস্তুতি ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ইউনাইটেড কোচ। তিনি আরও বলেন, “আমি খেলোয়াড়দের গ্রহণ করতে প্রস্তুত। দলের প্রতিযোগিতা আরও বাড়বে। বিশ্বকাপে খেলতে হলে তো এখন থেকেই মাঠে নামতে হবে। এতে আমি খুশি। প্রতিযোগিতা থাকলে আমার বিকল্পও বাড়ে। খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লড়াই করে জায়গা পেলে, আমার জন্য দারুণ ব্যাপার।”
চলতি ট্রান্সফার উইন্ডোতে এখন পর্যন্ত ম্যাথিউস কুনহা ও ব্রায়ান এমবেউমোকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। তবে বিপরীতে ইংল্যান্ড উইঙ্গার মার্কাস র্যাশফোর্ড ধারে গেছেন বার্সেলোনায়। গত মৌসুমে লিগে ১৫তম হয়ে শেষ করার পর দল নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাচ্ছে।
তবে এক্ষেত্রে বড় বাধা অর্থনৈতিক সংকট। দলে নতুন মুখ আনতে চাইলে ইউনাইটেডকে কিছু খেলোয়াড় বিক্রি করতেই হবে। ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্সের ওপরই দায়িত্ব দেয়া হয়েছে এই 'বোমা স্কোয়াডের' জন্য ক্রেতা খুঁজে বের করার।
এই বিষয়ে আমোরিম স্পষ্ট ভাষায় বলেন, “আমি জানি জেসন, ওমর আর ক্লাব- এই তিন পক্ষেরই প্রত্যেক খেলোয়াড়ের জন্য নির্দিষ্ট দাম ঠিক করা আছে। যদি সে দাম না ওঠে, তাহলে ওরা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই।”