images

স্পোর্টস / ক্রিকেট

‘ভাই’ বাংলাদেশ ইচ্ছা করেই পাকিস্তানের কাছে হেরেছে

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম

মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। যদিও তিন ম্যাচের সিরিজ আগেই জিতে নিয়েছে টাইগাররা, তবে শেষ ম্যাচে এমন হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে পারছেন না অনেকেই। এদিকে সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি তো সরাসরি অভিযোগ করেছেন, বাংলাদেশ ইচ্ছা করেই ম্যাচটা হেরেছে।

বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বাসিত বলেন, ‘বাংলাদেশ সিরিজ জিতেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে। কিন্তু ম্যাচে তাদের মনোভাব ছিল একেবারে আলাদা। মনে হচ্ছিল, তারা চাচ্ছে পাকিস্তান অন্তত একটা ম্যাচ জিতুক। এটাই বাস্তবতা।’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ে একেবারে বালুর দেয়ালের মতো। তাদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, যেন বলছে ‘ওরা তো আমাদের ভাই, প্রতিবেশী। একটা ম্যাচ জিতুক ওরাও।’’

সেই ম্যাচে পাকিস্তান ছিল বেশ আগ্রাসী মেজাজে। ওপেনিংয়ে সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরে হাসান নওয়াজ ১৭ বলে করেন ৩৩ রান এবং মোহাম্মদ নওয়াজ ঝড়ো ১৬ বলে ২৭ রান করে পাকিস্তানের স্কোর দাঁড় করান ১৭৮। যা সিরিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

বাংলাদেশের জবাব ছিল একেবারেই বিবর্ণ। মাত্র ১৬.৪ ওভারে ১০৪ রানেই গুটিয়ে যায় গোটা দল। ব্যাটিংয়ে একমাত্র লড়াই করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ৩৪ বলে ৩৫ রান করেন তিনি। নাঈম শেখ ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। পাকিস্তান থেকে ১৩টি অতিরিক্ত রান না পেলে এবং সাইফউদ্দিন না লড়লে হারটা আরও লজ্জার হতে পারত।