images

স্পোর্টস / ফুটবল

চার গোলরক্ষক নিয়েও দুশ্চিন্তার শেষ নেই বার্সার

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম

নতুন মৌসুম শুরু হওয়ার আগমুহূর্তে চরম এক সংকটে পড়েছে বার্সেলোনা। কাগজে-কলমে স্কোয়াডে চারজন গোলরক্ষক থাকলেও লা লিগার প্রথম ম্যাচে মাঠে নামানোর জন্য প্রস্তুত আছেন মাত্র একজন! আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব একমাত্র ইনাকি পেনার কাঁধেই বর্তেছে।

দলের প্রধান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের-স্টেগেন কোমরের পুরোনো চোটে ভুগছেন। জার্মানির হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে চোট পাওয়া এই গোলরক্ষকের আগামী সপ্তাহে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন, প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। অন্যদিকে, নতুন যোগ দেওয়া ভয়চেক শেজনি এবং তরুণ জোয়ান গার্সিয়ার এখনো লা লিগায় নিবন্ধন সম্পন্ন হয়নি। ক্লাবের চলমান আর্থিক সংকট এবং লা লিগার কঠোর বেতন সীমার নিয়মের কারণে তাদের মাঠে নামানো সম্ভব হচ্ছে না।

ফলে, ইনাকি পেনাই এখন একমাত্র ভরসা বার্সার নতুন কোচ হান্সি ফ্লিকের কাছে। পেনা কিছুদিন আগেও ক্লাব ছাড়ার কথা ভাবছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তাকে এখন মূল স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। জরুরি বিকল্প হিসেবে রিজার্ভ দল থেকে ২০ বছর বয়সী ডেভিড কোচেনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রাক্‌-মৌসুম সফরের ৩০ জনের স্কোয়াডে।

তবে টের-স্টেগেনের চোট এক অর্থে ক্লাবটির জন্য কিছুটা স্বস্তির কারণও হয়ে দাঁড়িয়েছে। ফিফার 'ক্লাব প্রটেকশন প্রোগ্রাম' অনুযায়ী, কোনো খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলার সময় ২৮ দিনের বেশি সময়ের জন্য চোটে পড়লে, ক্লাব প্রতিদিনের ভিত্তিতে ক্ষতিপূরণ পায়। স্প্যানিশ দৈনিক 'মুন্দো দেপোর্তিভো' জানিয়েছে, এই নিয়ম অনুযায়ী বার্সেলোনা ২০ লাখ ইউরোর বেশি ক্ষতিপূরণ পাবে।

এছাড়াও, লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তবে তার বার্ষিক বেতনের ৮০ শতাংশ স্যালারি ক্যাপ থেকে বাদ দেওয়া যায়। টের-স্টেগেন ক্লাবের অন্যতম সর্বোচ্চ বেতনভোগী হওয়ায়, এই সুযোগ কাজে লাগিয়ে ক্লাব কর্তৃপক্ষ বেতনের ভার কিছুটা কমাতে পারবে। ফলে, এই অতিরিক্ত আর্থিক জায়গা কাজে লাগিয়ে বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়া এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে নিবন্ধিত করার পরিকল্পনা করছে।

শেজনির নিবন্ধনও এখনও সম্ভাবনার মধ্যে থাকলেও তা সম্পূর্ণ নির্ভর করছে অন্য খেলোয়াড়দের বিদায়ের ওপর। সবকিছু মিলিয়ে, নতুন মৌসুমের শুরুতেই চ্যালেঞ্জের মুখে হান্সি ফ্লিকের বার্সেলোনা। তবে এই সংকটের মধ্যেও ইনাকি পেনার সামনে সুযোগ থাকছে নিজেকে প্রমাণ করার। গোলপোস্টের নিচে এখন তাকেই ভরসা করে এগোতে হবে কাতালান ক্লাবটিকে।