স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১০:২২ এএম
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো আর্জেন্টাইন মিডফিল্ডার রড্রিগো ডি পল আসছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো, ৩১ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী তারকা স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ধারে এসেছেন ১ বছরের। চুক্তি অনুযায়ী তিনি ২০২৫ মৌসুম পর্যন্ত মিয়ামিতে থাকবেন। চাইলে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ী চুক্তিতে রূপান্তরের সুযোগ রাখা হয়েছে।
ইন্টার মিয়ামি এক বিবৃতিতে জানায়, ডি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে আগামী ম্যাচে, যেখানে তারা চেইস স্টেডিয়ামে মুখোমুখি হবে এফসি সিনসিনাটির।
ডি পল বলেন, ‘আমাকে ইন্টার মিয়ামিতে টেনেছে প্রতিযোগিতার তাড়না, শিরোপা জয়ের ইচ্ছা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানোর সুযোগ। এটি এমন একটি ক্লাব, যা ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং বিশ্বজুড়ে অসংখ্য মানুষ একে অনুসরণ করছে।’
ডি পলকে মেসির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধরা হয়। তারা একসঙ্গে আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ ও ২০২১ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। দুজনেই সম্ভবত ২০২৬ সালের বিশ্বকাপে আবার আর্জেন্টিনার হয়ে খেলবেন, যদিও মেসি এখনো নিশ্চিত করেননি তিনি খেলবেন কিনা।
মিয়ামির এই চুক্তিকে মেসির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। মেসির বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালে, তবে ক্লাব তার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘রড্রিগো এমন একজন খেলোয়াড়, যাকে আমি বহু বছর ধরে অনুসরণ করছি। তিনি একজন নেতা এবং চ্যাম্পিয়ন। তাঁকে ইন্টার মিয়ামিতে এবং এমএলএস-এ স্বাগত জানাতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’
আরেক সহ-মালিক জর্জ মাস বলেন, ‘রড্রিগো ডি পলের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড়কে দলে টানতে পেরে আমরা গর্বিত। তিনি একজন বিজয়ী, যিনি বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করেছেন। আমাদের লক্ষ্য এবং তাঁর লক্ষ্য এক সাফল্য।’
তবে ডি পল কবে মাঠে নামবেন তা এখনও নিশ্চিত নয়। এফসি সিনসিনাটির সঙ্গে ম্যাচের পর ইন্টার মিয়ামি খেলবে ২০২৫ লিগস কাপ, যেখানে তারা ৩০ জুলাই আতলাস এফসি, ২ আগস্ট নেকাসা এবং ৬ আগস্ট পুমাসের বিপক্ষে মাঠে নামবে। এই প্রতিযোগিতার আগের আসর তারা জিতেছিল ২০২৩ সালে।