স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম
ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের তৃতীয় দিনটা ইংল্যান্ড ব্যাটার জো রুটের জন্য হয়ে থাকল স্মরণীয়। ভারতের বিপক্ষে চলতি ম্যাচে ব্যাট করতে নেমে রুট টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন। এই কীর্তি গড়তে তিনি ছাড়িয়ে গেছেন দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে।
দ্রাবিড়কে টপকে যেতে এই টেস্টে মাঠে নামার সময় রুটের দরকার ছিল মাত্র ৩০ রান। ক্যালিসকে ছাড়িয়ে যেতে দরকার ছিল ৩১ রান। ইনিংসের ৫৮তম ওভারে সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
৩৪ বছর বয়সী রুট টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত করেছেন ১৩২৯০* রান। তার ওপরে আছেন শুধু দু’জন- শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান) ও রিকি পন্টিং (১৩৩৭৮ রান)। এ দুজনই অনেক আগেই অবসরে গেছেন। ফলে জো রুটের সামনে এখন সুযোগ টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেওয়ার।
টেস্টে সর্বোচ্চ রানের তালিকা
শচীন টেন্ডুলকার – ১৫,৯২১ (৩২৯ ইনিংস)
রিকি পন্টিং – ১৩,৩৭৮ (২৮৭ ইনিংস)
জো রুট – ১৩,২৯০* (২৮৬ ইনিংস)
জ্যাক ক্যালিস – ১৩,২৮৯ (২৮০ ইনিংস)
রাহুল দ্রাবিড় – ১৩,২৮৮ (২৮৬ ইনিংস)
এমন এক অর্জনের দিনে জো রুটের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, "রুট যেভাবে ব্যাট করছে, আজই আমার রানের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এটা দারুণ একটা ব্যাটিং ডে। রুটের ক্যারিয়ারটাও দুর্দান্ত- এক সময় যে ব্যাটার ফিফটি করে থেমে যেত, সে এখন একবার ফিফটি করলে সোজা সেঞ্চুরি বা বিশাল ইনিংস খেলছে।"
পন্টিং আরও বলেন, "৩৭টা টেস্ট সেঞ্চুরি, ১৩ হাজারের বেশি রান- অসাধারণ ক্যারিয়ার। তার খেলার প্রতি ভালোবাসা এখনও আগের মতোই আছে, এমনকি আরও বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি শচীনের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারবে? উত্তরটা সময়ই দেবে, তবে চেষ্টায় কোনো কমতি রাখবে না সে, সন্দেহ নেই।"
রুটের বয়স এখন ৩৪। যেভাবে খেলছেন, আরও অনেক পথ বাকি। রেকর্ড বইটা যে আরও অনেকবার ওলট-পালট করবেন, সেটাই এখন দেখার বিষয়।