images

স্পোর্টস / ক্রিকেট

ডেথ ওভারের বোলিংয়ে আরও উন্নতি চান লিটন

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে গতকাল ৭২ রানে হারলেও ২-১ ব্যবধানে জিতেছে লাল-স্পবুজের দল। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এমন জয়ে বোলারদের কৃতিত্বের প্রশংসা করেছেন অধিনায়ক লিটন দাস। তবে তিনি জানিয়েছেন, ডেথ ওভারের বোলিংয়ে এখনো উন্নতি করার জায়গা আছে। 

সিরিজের প্রথম দুই ম্যাচের তুলনায় গতকালের ম্যাচের উইকেট বেশ ভালো ছিল বলেই ম্যাচ শেষে জানিয়েছেন লিটন দাস। তবে ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা নিতে পারেনি লাল-সবুজের দল।

ম্যাচ শেষে লিটন বলেন, 'এটা খুবই ভালো উইকেট ছিল। যে দুইটা ম্যাচ আমরা খেলেছি, তার থেকে অনেক ভালো উইকেট ছিল এটা। আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। আমরা বোলিংয়ে খুব ভালো উইকেট খেলেছি। ছয় ওভারের পাওয়ার প্লেতেই গেমটা লস করে ফেলেছি।'

বোলারদের প্রশংসা করে লিটন বলেন, 'এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল। প্রথম ম্যাচে তাঁদের ১১৫তে (আসলে ১১০) অলআউট করা, দ্বিতীয় ম্যাচে ১৩৫ এ ডিফেন্ড করা। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় এটা আজকেও বোলাররা ভালো করেছে।'

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার পাকিস্তানের বিপক্ষে জয়। এ বিষয়ে লিটন বলেন, 'শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক দুই সিরিজে আমরা নতুন বলে ভালো করেছি। তবে ডেথ ওভারে বোলিংয়ে আমাদের এখনও উন্নতির জায়গা আছে। তেমনি ব্যাটিংয়েও অনেক বেশি উন্নতি দরকার।'