images

স্পোর্টস / ক্রিকেট

সর্বকালের সেরা একাদশে যাদের রাখলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম

সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স তার সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন। সেই দলে জায়গা পেয়েছেন কিংবদন্তি সব ক্রিকেটাররা। আবার প্রোটিয়া এই মারকুটে ব্যাটারের একাদশ থেকে বাদ পড়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। 

এই মুহূর্তে চলমান ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ২০২৫’-এ দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দলের নেতৃত্ব দিচ্ছেন ডি ভিলিয়ার্স। সেখানেই নিজের অলটাইম ইলেভেন বেছে নেন তিনি।

ডি ভিলিয়ার্সের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে আছেন গ্রায়েম স্মিথ ও ম্যাথু হেইডেন। তিন নম্বরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এরপরের মিডল অর্ডারটা একেবারে আধুনিক ক্রিকেটের তিন স্তম্ভ বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন।

উইকেটরক্ষক ও সাত নম্বরে রাখা হয়েছে ভারতের মাহেন্দ্র সিং ধোনিকে। বোলিং আক্রমণে আছেন মিচেল জনসন ও মোহাম্মদ আসিফ, সঙ্গে কিংবদন্তি দুই স্পিনার মুথাইয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।

তবে দলে কোনো অলরাউন্ডার রাখেননি ডি ভিলিয়ার্স। আবার বিশেষজ্ঞ বোলারও আছেন মাত্র চারজন। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাকে রাখা হয়েছে বারো নম্বর খেলোয়াড় হিসেবে। চমকজাগানিয়া বিষয় হলো, এই দলে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ থেকে কাউকেই রাখেননি তিনি।

এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা একাদশ:
গ্রায়েম স্মিথ, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, এমএস ধোনি (উইকেটরক্ষক), মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, মুথাইয়া মুরালিধরন, শেন ওয়ার্ন।

দ্বাদশ খেলোয়াড়: গ্লেন ম্যাকগ্রা।