images

স্পোর্টস / ফুটবল

জার্মানিকে উড়িয়ে ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম

নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। বুধবার জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে এইতানা বোনমাতির দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে স্প্যানিশ নারীরা।

এ জয়ে স্পেন ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে রোববার, সুইজারল্যান্ডের বাসেলে। ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে এটি, যেখানে শিরোপা জিতেছিল স্পেন।

বড় ম্যাচে বড় খেলোয়াড়ের মতোই উদয় হলেন বোনমাতি। খেলার ১১৩তম মিনিটে বাঁ পাশ থেকে বল পেয়ে জার্মান গোলরক্ষক আন ক্যাথরিন বার্গারের নিকট পোস্টে ফাঁকা জায়গা দেখে দুর্দান্ত কোণাকুণি শটে বল জড়িয়ে দেন জালে।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে আধিপত্য ছিল স্পেনের। অধিনায়ক ইরেনে পারেদেসের হেড পোস্টে লেগে ফিরে আসে। জার্মানি রক্ষণে জমাট হয়ে থাকলেও প্রতি-আক্রমণে খোঁজ করছিল সুযোগের। জার্মান উইঙ্গার ক্লারা বুহল দুর্দান্ত খেলেছেন পুরো ম্যাচে। ৬৩ মিনিটে স্প্যানিশ রক্ষণ ভেদ করেও গোলকিপার কাতা কোলের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

নির্ধারিত সময়ে স্পেন আক্রমণ করলেও জার্মান রক্ষণের সামনে গুছিয়ে উঠতে পারেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে ক্লারা বুহলের এক ডিফ্লেক্টেড শট কোনোমতে ফিরিয়ে দেন কোল। তাতে নিশ্চিত হয় অতিরিক্ত সময়।

ইউরো সেমিফাইনালে এর আগে ১০ বারের মধ্যে ৯ বার জেতা জার্মানি পেনাল্টির দিকে নিতে পারত ম্যাচ, কিন্তু বোনমাতির পরিকল্পনায় বদলে যায় সব। টুর্নামেন্ট শুরুর আগেই মেনিনজাইটিস-সংক্রান্ত স্বাস্থ্য জটিলতা কাটিয়ে ওঠা বোনমাতির জন্য এই গোলটা ছিল আরও স্পেশাল। জার্মানির বিপক্ষে কোনো মেজর টুর্নামেন্টে এই প্রথম জয় পেল স্পেন।