images

স্পোর্টস / ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আর খেলা হচ্ছে না পন্তের

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০৩:১৩ পিএম

ম্যানচেস্টারে চলমান টেস্টের বাকি অংশ এবং আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ওভালের শেষ টেস্ট- এই দুই ম্যাচের কোনোটিতেই খেলতে পারবেন না ভারতের উইকেটকিপার ও সহ-অধিনায়ক রিষভ পন্ত। বুধবার ম্যাচের প্রথম দিন ডান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে, ডান পায়ের মেটাটারসাল হাড়ে চিড় ধরেছে। প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

চোট পাওয়ার পর ভারত দলের হোটেলের বাইরে ভক্তদের তোলা এক ভিডিওতে দেখা গেছে, পায়ে ‘মুনবুট’ পরে হেঁটেছেন পন্ত। ম্যানচেস্টারের মাঠে দ্বিতীয় সেশনের সময় ক্রিস ওকসের একটি বল রিভার্স সুইপ করতে গিয়ে নিজের ডান পায়ে বল লাগান পন্ত। বলটি ভেতরের দিক থেকে এসে সরাসরি পায়ে লাগে। ব্যথায় সঙ্গে সঙ্গে কুঁকড়ে যান তিনি, এবং সেই অংশে সঙ্গে সঙ্গেই ফোলাভাব দেখা দেয়। তখন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্ত। মাঠেই থেমে যেতে হয় তাকে। পরে গলফ কার্টে করে মাঠ ছেড়ে যান তিনি।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পন্তকে, যেখানে স্ক্যান করানোর পর চিড় ধরা পড়ে। ওই সময়ে ইংল্যান্ড ফিল্ডাররা বলের ভেতরের এজ না বুঝে এলবিডব্লিউর জোরালো আবেদন করে। পন্ত সেই আবেদন এবং রিভিউ থেকেও বেঁচে যান। তবে সঙ্গে সঙ্গে ফুলে ওঠা পা এবং হাঁটতে না পারার কারণে পরে আর ব্যাটিং করতে পারেননি।

ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, চলমান ম্যাচ এবং পরের সপ্তাহে ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না পন্ত। তবে ওল্ড ট্রাফোর্ডে পন্তকে দিয়ে ব্যাটিং করানো হবে কি না সে সিদ্ধান্ত বিসিসিআই এর চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হবে। 

ভারত অধিনায়ক শুভমান গিল স্ক্যান রিপোর্ট আসার আগেই মাঠের মেডিকেল রুমে গিয়ে খোঁজ নেন পন্তের। পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাকে।

দিনের খেলা শেষে ইংল্যান্ড স্পিনার লিয়াম ডসন বলেন, “আমার মনে হয় না, পন্ত আর এই ম্যাচে কোনো ভূমিকা রাখতে পারবে।” অপর প্রান্তে থাকা ভারতীয় ব্যাটার সাই সুদর্শনও জানান, “ও অনেক ব্যথায় ছিল, সেটা বোঝা যাচ্ছিল।”

প্রসঙ্গত, এর আগের টেস্টেও চোট পেয়েছিলেন পন্ত। লর্ডস টেস্টে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনিতে ব্যথা পান তিনি। সেই ম্যাচের বাকি অংশে তার জায়গায় কিপিং করেছিলেন ধ্রুব জুরেল। এবারও জুরেলকেই কিপিংয়ের দায়িত্ব নিতে হতে পারে।

৪৮ বলে ৩৭ রানের ইনিংসে পন্ত ছিলেন বেশ সংযত, তবে তার স্টাইলে ছিল কিছু চেনা ঝুঁকিপূর্ণ শট। জোফরা আর্চারের একটি বলে দারুণ এক স্লগ সুইপ মারার পরপরই পরের বলেই ব্যর্থ রিভার্স সুইপ করেন তিনি। সেখান থেকেই শুরু এই ইনজুরি নাটক। সিরিজের চতুর্থ টেস্টে এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে চাপেই পড়েছে ভারত।