images

স্পোর্টস / ফুটবল

নিষেধাজ্ঞার মুখে মেসি

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম

মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে ইন্টার মিয়ামি দুই প্রধান তারকা লিওনেল মেসি ও জর্দি আলবার খেলা হয়নি। বুধবার রাতে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে তারা মাঠে নামেননি, যা নিয়ে এখন আলোচনা ও বিতর্ক চলছে।

মিয়ামির কর্তৃপক্ষ এমএলএসকে আগেই জানিয়ে দিয়েছিল যে, মেসি ও আলবা ম্যাচে অংশগ্রহণ করবেন না। তবে তাদের পক্ষ থেকে কোনো চিকিৎসা সংক্রান্ত বা চোটের আনুষ্ঠানিক নথিপত্র দেওয়া হয়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় নির্ধারিত অল-স্টার ম্যাচে খেলতে না চায় বা অংশগ্রহণ না করে এবং সেটি যথাযথভাবে জানানো না হয় বা প্রয়োজনীয় চিকিৎসা সাপোর্ট না দেখানো হয়, তাহলে তাকে শাস্তি বা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে।

এই কারণে মেসি ও আলবার বিরুদ্ধে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা আরোপ করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এমএলএস কমিশনার ডন গারবার বলেছেন, ‘এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তবে আমাদের আগেই জানানো উচিত ছিল তারা খেলবে না। বিষয়টি পরিষ্কার করার জন্য ইন্টার মায়ামির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে।’

গত বছরও মেসি চোটের কারণে অল-স্টার ম্যাচে খেলেননি। তবে চলতি মৌসুমে তার পারফরম্যান্স দারুণ, ১৮ গোল করে তিনি শীর্ষ গোলদাতাদের একজন।

আগামী ম্যাচে ইন্টার মিয়ামি সিনসিনাটির মুখোমুখি হবে। মেসি ও আলবার নিষেধাজ্ঞা কার্যকর হলে দলকে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।